ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

৮৫ হাজার ৭৬৬ টাকা মাসিক বেতনে চাকরি দিচ্ছে ডব্লিউএফপি

৮৫ হাজার ৭৬৬ টাকা মাসিক বেতনে চাকরি দিচ্ছে ডব্লিউএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২১ | ০০:২৯ | আপডেট: ১০ অক্টোবর ২০২১ | ০০:২৯

জনবল নিয়োগ দিচ্ছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে কক্সবাজার প্রকল্পের জন্য সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

রিপোর্টস অ্যাসিস্ট্যান্ট, এসসি৪ পদে একজনকে নেওয়া হবে। চুক্তির মেয়াদ এক বছর।মাসিক বেতন ৮৫ হাজার ৭৬৬ টাকা। 

আবেদনকারীকে সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে।যোগাযোগ দক্ষতা থাকতে হবে। ডাটা অ্যানালাইসিস, ডাটা ম্যানেজমেন্ট টুলস, ইনফোগ্রাফি বিষয়ক কাজে দক্ষতা থাকতে হবে।

প্রার্থীকে রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, পরিসংখ্যান, ইনফরমেশন ম্যানেজমেন্ট, বিজনসে ম্যানেজমেন্ট, সমাজ বিজ্ঞান ও সাংবাদিকতা কিংবা সংশ্লিষ্ট বিষয়ে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

আবেদন করা যাবে আগামী ২০ অক্টোবর পর্যন্ত https://www.wfp.org/careers/job-openings- এই ঠিকানায় প্রবেশ করে।


আরও পড়ুন

×