ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নোয়াখালীতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলি 

নোয়াখালীতে যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষ, গুলি 

নোয়াখালীর ম্যাপ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৩ | ১৫:৪৩ | আপডেট: ০২ নভেম্বর ২০২৩ | ২১:৪৩

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিনজন গুলিবিদ্ধসহ ছয়জন আহত হয়েছেন। আহতদের মধ্যে যুবলীগ নেতা আশরাফুল করিম বাবু, মো. মাসুম ও মো. রিপনকে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার বাঁধেরহাট কলেজ গেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় নোয়ান্নই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদের অনুসারী ইউনিয়ন যুবলীগ নেতা মো. রিপনের সঙ্গে আশরাফুল করিম বাবুর বিরোধ চলে আসছে। এর জেরে বৃহস্পতিবার দুপুরে বাধেরহাট কলেজ গেট এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে তিনজন গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম জানান, তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। 

নোয়ান্নই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলদার হোসেন জুনায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। তবে ওই সময় তিনি এলাকায় ছিলেন না।

নোয়াখালী জেলা যুবলীগের আহ্বায়ক ইমন ভট্ট বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুই পক্ষ বাবু ও রিপন গ্রুপের মধ্যে গোলাগুলি হয়েছে। জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, ইউপি নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে চেয়ারম্যানের অনুসারী রিপন এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষ গোলাগুলি করেছে। এতে তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।  

আরও পড়ুন

×