ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

এজবাস্টনে নিখুঁত আম্পায়ারিংয়ে সৈকতের প্রশংসায় হার্শা ভোগলে

এজবাস্টনে নিখুঁত আম্পায়ারিংয়ে সৈকতের প্রশংসায় হার্শা ভোগলে

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫ | ১২:৩৯

ভারত-ইংল্যান্ডের এজবাস্টন টেস্টে নিখুঁত আম্পায়ারিং করে আলোচনায় এসেছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। ম্যাচজুড়ে স্থিরতা ও আত্মবিশ্বাস নিয়ে দায়িত্ব পালন করেন আইসিসির এলিট প্যানেলে থাকা একমাত্র বাংলাদেশি এই আম্পায়ার।

পাঁচ দিনের টেস্টে সৈকতের দেওয়া ১০টি সিদ্ধান্ত রিভিউ হয়, এর মধ্যে ৮টি সিদ্ধান্তই সঠিক ছিল। অর্থাৎ ৮০ শতাংশ সফলতা, যা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশ্লেষকদের।

ম্যাচশেষে ভারতীয় ধারাভাষ্যকার ও বিশ্লেষক হার্শা ভোগলে বলেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং দুর্দান্ত হয়েছে। গ্র্যাফানির তো মান আশা করা যায়ই, তবে শরফুদ্দৌলা সৈকত ছিলেন অসাধারণ।’

সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল বেন স্টোকসের এলবিডব্লিউ। ওয়াশিংটন সুন্দরের ডেলিভারিতে বল ও ব্যাট কাছাকাছি থাকলেও সৈকতের সিদ্ধান্ত ছিল নিখুঁত। বল ট্র্যাকিংয়ে দেখা যায়, বল আগে প্যাডে লেগে সোজা স্টাম্পে আঘাত করে। নিউ জিল্যান্ডের ক্রিস গ্র্যাফানিও এই ম্যাচে দায়িত্ব পালন করেন। তার দেওয়া ৫টি রিভিউয়ের মধ্যে ৪টিই সঠিক ছিল।

৪৮ বছর বয়সী সৈকতের জন্য এটি বড় এক স্বীকৃতি। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টেও (১০ জুলাই, লর্ডস) অনফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

আরও পড়ুন

×