ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ডিজিটাল হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫

ডিজিটাল হুন্ডির মাধ্যমে ৪০০ কোটি টাকা পাচার, গ্রেপ্তার ৫

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৪ | ১৬:৩২ | আপডেট: ২৮ মার্চ ২০২৪ | ১৮:১৯

ডিজিটাল হুন্ডির মাধ্যমে প্রায় ৪০০ কোটি টাকা বিদেশে পাচারে জড়িত অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। 

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা এমএফএস ব্যবহার করে এই টাকা পাচার করা হয় বলে জানা গেছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার আজাদ রহমান জানান, বুধবার রাতে ঢাকা ও চট্টগ্রামে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে আজ বৃহস্পতিবার বিকেলে বিস্তারিত জানানো হবে। 

আরও পড়ুন

×