ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ঈদের কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ৩৫% পর্যন্ত ক্যাশব্যাক

ঈদের কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ৩৫% পর্যন্ত ক্যাশব্যাক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২২ | ০৭:০১ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ | ০৭:০১

রমজান ও ঈদের কেনাকাটায় চার হাজারেরও বেশি আউটলেটে ‘নগদ’ এর মাধ্যমে পেমেন্টে ৩৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পাচ্ছেন গ্রাহক।

‘উৎসবের খুশি নগদে বেশি’ ক্যাম্পেইনের আওতায় ই কমার্স, সুপারস্টোর, ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, রেস্তোরাঁ ও লাইফস্টাইলসহ বিভিন্ন ক্যাটাগরিতে নগদ এর মাধ্যমে কেনাকাটা করলে গ্রাহকরা এ ক্যাশব্যাক পাবেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইলেক্ট্রনিক পণ্য কেনাকাটায় গ্রাহকরা উপভোগ করতে পারবেন ২০ শতাংশ পর্যন্ত ছাড়। ট্যুর অ্যান্ড ট্রাভেলিং খাতেও ছাড় পাবেন গ্রাহক। নির্দিষ্ট হোটেল বা ট্রাভেল এজেন্সি থেকে রুম বা ফ্লাইট বুকিংয়ে নগদ পেমেন্টে মিলবে ৭৬ শতাংশ পর্যন্ত ছাড়। আর ফ্যাশন ক্যাটাগরিতে নির্দিষ্ট মার্চেন্ট থেকে কেনাকাটায় পাওয়া যাবে ৩৫ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নিত্যপণ্য কেনাকাটায় ক্যাশব্যাক মিলবে সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত।

এছাড়া অনলাইন কেনাকাটায় নগদ দিচ্ছে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় বা ক্যাশব্যাক, যা চলবে আসন্ন ঈদ-উল ফিতরের দিন পর্যন্ত। আর পছন্দের রেস্তোরাঁয় পেমেন্টে মিলছে ২২ শতাংশ পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। পাশাপাশি নির্দিষ্ট মার্চেন্ট থেকে ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্স কিনে নগদ দিয়ে পেমেন্টে গ্রাহকরা পাচ্ছেন ১৫ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক বা ছাড়।

মাসজুড়ে ‘নগদ’-এর গ্রাহকরা ‘নগদ’ অ্যাপে বা *167# ডায়ালের মাধ্যমে (ইউএসএসডি) মার্চেন্ট শপে পেমেন্ট করলে  ক্যাশব্যাকটি উপভোগ করতে পারবেন। পাশাপাশি কিছু কিছু মার্চেন্ট-এ নিজস্ব ওয়েবসাইট থেকে ‘নগদ’ সিলেক্ট করেও পেমেন্ট করা যাবে।

এ ছাড়া অফার নিশ্চিত করতে গ্রাহকদের ‘নগদ’ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে। রমজান ও ঈদ উপলক্ষ্যে এ অফার নিয়ে বিস্তারিত জানতে গ্রাহকরা এ লিংকে ভিজিট করতে পারেন।

‘নগদ’ এর প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, উৎসবের খুশি নগদ এ বেশি, এই কথাটি আমরা বিশ্বাস করি। যে কারণে নতুন নতুন বিভিন্ন ধরনের অফারের মাধ্যমে মানুষের জীবনকে কিছুটা সহজ করার চেষ্টা করছি আমরা।

আরও পড়ুন

×