ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কাজ করবে এফবিসিসিআই

পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে কাজ করবে এফবিসিসিআই

.

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ | ০১:১৩

ওষুধ, সার্জিক্যাল পণ্য, ইলেকট্রনিকস এবংশিল্পের মধ্যবর্তী যন্ত্রাংশ খাতে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্ভাবনা দেখছেন বাংলাদেশ ও পাকিস্তানের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রাজধানীর মতিঝিলে ঢাকায় সফররত পাকিস্তানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীদের এক নেটওয়ার্কিং সভায় এমন মত উঠে আসে। সভার আয়োজন করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় সভাপতিত্ব করেন এফবিসিসিআই প্রশাসক মো. হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মুহাম্মদ ওয়াসিফ। হাফিজুর রহমান বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক শক্তিশালী করতে এফবিসিসিআই এবং ফেডারেশন অব পাকিস্তান চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যৌথভাবে কাজ করবে। মুহাম্মদ ওয়াসিফ বলেন, ব্যবসা-বাণিজ্যের নতুন ক্ষেত্র আবিষ্কারে দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে নেটওয়ার্কিং কর্মসূচি চলমান থাকবে।

আরও পড়ুন

×