বেশির ভাগ শেয়ারের দর কমলেও ঊর্ধ্বমুখী সূচক

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৫ | ০১:১১
টানা প্রায় সাত দিন বৃদ্ধির পর গতকাল বৃহস্পতিবার কমেছে তালিকাভুক্ত বেশির ভাগ কোম্পানির দর। তবে ব্যাংক খাতের শেয়ার দর বৃদ্ধির ফলে সূচক না কমে উল্টো বেড়েছে। এমনকি এ খাতের লেনদেন বৃদ্ধির কারণে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোট লেনদেন প্রায় দুই মাস পর ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে।
এদিকে বিনিয়োগকারীদের অজ্ঞাতে শেয়ার কেনাবেচাসহ নানা অনিয়ম প্রতিরোধে ব্রোকারেজ হাউসগুলোর অসংশোধনযোগ্য ‘ব্যাক অফিস’ সফটওয়্যার ব্যবহার নিশ্চিতের আদেশ অধিকাংশ ব্রোকারেজ হাউস বাস্তবায়ন করেছে বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। ৮৫টি ব্রোকারেজ হাউস এখনও তা বাস্তবায়ন করতে পারেনি। তাদের আগামী ৩১ জুলাই, ১৫ আগস্ট এবং ৩১ আগস্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
এ ছাড়া গত মঙ্গলবার ডিএসইর কোম্পানি সচিব মোহাম্মদ আসাদুর রহমানকে ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরিচালক কর্মকর্তা পদে দায়িত্ব দিয়েছে স্টক এক্সচেঞ্জটির পরিচালনা পর্ষদ। অন্যদিকে পৌনে তিন বছর খালি থাকার পর প্রধান প্রযুক্তি কর্মকর্তা (সিটিও) পদে ড. মো. আসিফুর রহমানকে নিয়োগ দিয়েছে ডিএসই। গত বুধবার তিনি এ পদে যোগ দেওয়ার আগে আশা ইন্টারন্যাশনাল গ্রুপের সিটিও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ব্যাংকের শেয়ারদর বেড়েছে
গত রোববার পর্যন্ত টানা প্রায় সাত দিন সব খাতের অধিকাংশ শেয়ারের দর বেড়েছিল। স্বাভাবিকভাবে গতকাল মুনাফা নিতে অনেকে শেয়ার বিক্রি করেছেন। এতে দর হারিয়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ার। তবে ব্যতিক্রম ছিল ব্যাংক, ব্যাংকবর্হিভূত আর্থিক প্রতিষ্ঠান এবং মিউচুয়াল ফান্ড খাত। দর হারিয়েছে বীমা, বস্ত্রসহ অন্য সব খাতের বেশির ভাগ শেয়ার।
গতকাল ডিএসইতে তালিকাভুক্ত ৩৬ ব্যাংকের মধ্যে ২৫টির দর বেড়েছে, কমেছে একটির এবং বাকি ১০টির দর অপরিবর্তিত ছিল। এতে এ খাতের গড় শেয়ার দর বেড়েছে ২ দশমিক ৮৬ শতাংশ। অধিকাংশ ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি সূচকে যোগ করেছে প্রায় ৩৭ পয়েন্ট। এর মধ্যে ব্র্যাক ব্যাংকের দর বৃদ্ধি ১০ পয়েন্ট, ইসলামী ব্যাংকের দর বৃদ্ধি প্রায় ৭ পয়েন্ট, প্রাইম ব্যাংকের দর বৃদ্ধি পৌনে ৪ পয়েন্ট, ইস্টার্ন ব্যাংকের দর বৃদ্ধি পৌনে ৩ পয়েন্ট এবং সিটি ব্যাংকের দর বৃদ্ধি সোয়া ২ পয়েন্ট যোগ করে সূচকে। গতকাল ডিএসইএক্স সূচক পৌনে ২৯ পয়েন্ট বেড়ে ৪৮৯৪ পয়েন্ট ছাড়িয়েছে। সূচকভুক্ত ৩২৬ কোম্পানির মধ্যে ১১৮টির দর বেড়েছে এবং কমেছে ২০৮টির দর।
গতকাল ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান খাতের তালিকাভুক্ত ২৩ কোম্পানির মধ্যে ১৩টির দর বেড়েছে, কমেছে ৫টির। তবে বীমা খাতের তালিকাভুক্ত ৫৮ কোম্পানির মধ্যে ৪০টির দর কমেছে, বেড়েছে ১৫টির। বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানির মধ্যে ৩১টির দর কমেছে, বেড়েছে ১২টির। এদিন টেলিযোগাযোগ খাতের তিনটিই দর হারিয়েছে। বাকি সব খাতের দর হারানো এবং দর বৃদ্ধি পাওয়া শেয়ার সংখ্যার ব্যবধান ছিল তুলনামূলক কম।
গতকাল ঢাকার শেয়ারবাজারে ৫০৬ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। গত ৭ মের পর এটাই এক দিনে ৫০০ কোটি টাকার বেশি শেয়ার কেনাবেচা হলো। খাতওয়ারি হিসেবে লেনদেনে ব্যাংক খাতের অংশ ছিল সর্বাধিক সাড়ে ৯৭ কোটি টাকা, যা মোটের সোয়া ১৯ শতাংশ। সাড়ে ৬৪ কোটি টাকার লেনদেন নিয়ে পরের অবস্থানে ছিল ওষুধ খাত।
ব্যাক অফিস সফটওয়্যার
দেশের বিভিন্ন ব্রোকারেজ হাউসের বিরুদ্ধে গ্রাহকদের অজ্ঞাতে শেয়ার বিক্রির অভিযোগ পুরোনো। গোপনে গ্রাহকদের শেয়ার বিক্রির পর সামাল দিতে না পেরে ২০২০ সাল থেকে ২০২৩ সালের মধ্যে অন্তত চার ব্রোকারেজ হাউস বন্ধ হয়ে যায়। পরীক্ষায় ধরা পড়ে, দীর্ঘদিন ধরে তারা নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জকে প্রকৃত তথ্য দেওয়ার জন্য একটি এবং গ্রাহকদের ভুয়া তথ্য দিতে পৃথক আরেকটি ব্যাক অফিস সফটওয়্যার ব্যবহার করত।
ফাঁকি ধরার পর বিএসইসি ব্রোকারেজ হাউসগুলোকে অসংশোধনযোগ্য ব্যাক অফিস ব্যবহারের নির্দেশ দেয়। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রাম উভয় স্টক এক্সচেঞ্জের ব্রোকার হিসেবে কাজ করে এমন ২৯১টি ব্রোকারেজ হাউসের মধ্যে ২৪৪টি এবং শুধু চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ব্রোকার হিসেবে কাজ করা ৮২ ব্রোকারেজ হাউসের মধ্যে ৪২টি এরই মধ্যে বিএসইসির নির্দেশনা পরিপালন করেছে। তবে এখনও ঢাকা স্টক এক্সচেঞ্জের ৪৭টি এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ৩৮টি ব্রোকারেজ হাউস বিএসইসির নির্দেশনা পরিপালন করতে পারেনি। এসব ব্রোকারেজ হাউসকে আরও কিছুটা সময় দিতে উভয় স্টক এক্সচেঞ্জ আবেদন করায় বিএসইসি বিভিন্ন মেয়াদে সময় বাড়িয়েছে। এর মধ্যে মিনহার, শেলটেক, ব্যাংক এশিয়া, আইসিবি, আইএফআইসি এবং ইউনিক্যাপ সিকিউরিটিজকে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে অসংশোধনযোগ্য ‘ব্যাক অফিস’ সফটওয়্যার ব্যবহারের সময় বেঁধে দিয়েছে সংস্থাটি। বাকিগুলোকে ১৫ আগস্ট এবং ৩১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে।
- বিষয় :
- শেয়ারবাজার