ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বস্ত্র রপ্তানিতে নগদ সহায়তা পাওয়া আরও সহজ করল সরকার

বস্ত্র রপ্তানিতে নগদ সহায়তা পাওয়া আরও সহজ করল সরকার

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ মে ২০২২ | ২২:৪৭ | আপডেট: ০৯ মে ২০২২ | ২২:৪৭

বস্ত্র রপ্তানিতে নগদ সহায়তা পাওয়া আরও সহজ করেছে সরকার। এখন থেকে বস্ত্র রপ্তানিতে ২০ শতাংশ দেশীয় মূল্য সংযোজন হলেই নির্ধারিত হারে নগদ সহায়তা মিলবে। এতদিন মূল্য সংযোজনের ন্যূনতম হার ছিল ৩০ শতাংশ।

সোমবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সার্কুলারে বলা হয়েছে, সরকারি সিদ্ধান্তের আলোকে চলতি ২০২১-২২ অর্থবছরে বস্ত্র খাতে নগদ সহায়তায় স্থানীয় মূল্য সংযোজন নূ্যনতম ২০ শতাংশ নির্ধারণ করা হলো। চলতি অর্থবছর এরই মধ্যে জাহাজি করা রপ্তানি চালানের বিপরীতে অনিষ্পন্ন আবেদনের ক্ষেত্রে এ নির্দেশনা কার্যকর হবে। আর এখন থেকে যেসব আবেদন আসবে, তাতেও এই নির্দেশনা অনুসরণীয় হবে। বস্ত্র খাতে নগদ সহায়তা দেওয়ার ক্ষেত্রে অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

কোনো একটি পণ্যের রপ্তানি মূল্য নির্ধারণের ক্ষেত্রে আমদানি অংশ বাদ দিয়ে যে মূল্য সংযোজন হয়, তা দেশীয় মূল্য সংযোজন হিসেবে বিবেচিত।

আরও পড়ুন

×