ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নীতি সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

নীতি সুদহার বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২২ | ০৮:৩৪ | আপডেট: ২৯ মে ২০২২ | ০৯:৩৯

নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নেওয়ার জন্য নির্ধারিত ‘রেপো’র সুদহার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৫ শতাংশ করা হয়েছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্যাংক। 

করোনার প্রভাব শুরুর পর ২০২০ সালে তিন দফায় বেসিস পয়েন্ট ১ দশমিক ২৫ শতাংশ কমিয়ে ৪ দশমিক ৭৫ শতাংশ করা হয়। এক সময় রেপোর সুদহার ছিল ৭ দশমিক ৭৫ শতাংশ।

রেপো বা পুনঃক্রয় চুক্তির মাধ্যমে ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে ধার নিয়ে থাকে। ব্যাংকের কেনা ট্রেজারি বিল ও বন্ড জমা রেখে স্বল্প সময়ের জন্য এই ধার দেয় কেন্দ্রীয় ব্যাংক। একইভাবে বাজার থেকে টাকা তোলার প্রয়োজন হলে রিভার্স রেপো বা বিপরীত পুনঃক্রয় চুক্তির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক টাকা তুলে নেয়। 

রিভার্স রেপোতে বর্তমানে সুদহার নির্ধারিত আছে ৪ শতাংশ। রেপোর পাশাপাশি স্পেশাল রেপোর মাধ্যমেও ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে ধার দেয় বাংলাদেশ ব্যাংক। এখানে সুদহার নির্ধারিত আছে ৭ দশমিক ৭৫ শতাংশ।

করোনার কারণে সর্বশেষ ২০২০ সালের জুলাইতে শূন্য দশমিক ৫০ শতাংশ বাড়িয়ে এ পর্যায়ে নামানো হয়। বিশ্বব্যাপী করোনার প্রভাব শুরুর পর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২০২০ সালের মার্চে ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৫ দশমিক ৭৫ শতাংশে নামানো হয়। পরের মাস এপ্রিলে আরও ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে নামানো হয় ৫ দশমিক ২৫ শতাংশে। এরপর বৈশ্বিক পরিস্থিতি আরও খারাপ হয়। তখন সুদহার আরও ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ৭৫ শতাংশে নামানো হয়েছিল। এখন সেখান থেকে বেসিস পয়েন্ট ২৫ শতাংশ বাড়ানো হলো।



আরও পড়ুন

×