ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বীমা নিয়ন্ত্রক সংস্থার নতুন চেয়ারম্যান জয়নুল বারী

বীমা নিয়ন্ত্রক সংস্থার নতুন চেয়ারম্যান জয়নুল বারী

মোহাম্মদ জয়নুল বারী- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুন ২০২২ | ০২:৩২ | আপডেট: ১৫ জুন ২০২২ | ০২:৩৪

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান হিসেবে সাবেক সচিব মোহাম্মদ জয়নুল বারীকে নিয়োগ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা শাখার উপসচিব মো. জাহিদ হৌদো স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে মঙ্গলবার সকালে পদত্যাগ করেন আইডিআরএ চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন

এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে দুর্নীতি, বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ঘুষ দাবি, বিধি বহির্ভূতভাবে বীমা কোম্পানির শেয়ার বিক্রিসহ অর্থপাচারের অভিযোগও রয়েছে।

সম্প্রতি তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি আবেদন করা হয়। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) আদালতে জমা দেওয়া প্রতিবেদনে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে ৪১ কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। এ কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চাওয়া হয়।

আরও পড়ুন

×