নিষ্ক্রিয় বিনিয়োগকারীদের ফেরানোর অনুরোধ বিএসইসির

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২২ | ২১:৪৭ | আপডেট: ০৮ আগস্ট ২০২২ | ২১:৪৭
সাম্প্রতিক সময়ে শেয়ার বিক্রি করে যেসব বিনিয়োগকারী নতুন করে এখনও শেয়ার কিনছেন না, তাঁদের বিনিয়োগে ফেরাতে ব্রোকারেজ হাউসগুলোকে অনুরোধ জানিয়েছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিবিএর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ আহ্বান জানিয়েছে সংস্থাটি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএসইসি জানিয়েছে, রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএসইসির কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ, ডিবিএর পক্ষে নেতৃত্ব দেন সংগঠনটির সভাপতি রিচার্ড ডি রোজারিও।
জানা গেছে, বৈঠকে নিষ্ফ্ক্রিয় বিনিয়োগকারীদের শেয়ারবাজারে ফেরাতে ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিনিয়োগে আনার উদ্যোগ নেওয়ারও অনুরোধ জানিয়েছে বিএসইসি। লাগাতার দরপতন ঠেকাতে শেয়ারদরে ফ্লোর প্রাইস আরোপের পর উদ্ভূত পরিস্থিতিতে শেয়ারবাজার সংশ্নিষ্টদের সঙ্গে সিরিজ বৈঠকের অংশ হিসেবে এ বৈঠকটি হয়েছে।
এদিকে, রোববারের মতো গতকালও অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। সঙ্গে সূচকও কমেছে। প্রধান শেয়ারবাজার ডিএসইতে ১০৩ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর বৃদ্ধির বিপরীতে ২১১টির দর কমেছে, অপরিবর্তিত থেকেছে ৬৬টির দর। এর মধ্যে ৬৪টি ফ্লোর প্রাইসে কেনাবেচা হয়েছে। অধিকাংশ শেয়ারের দর হারানোয় প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪৫ পয়েন্ট হারিয়ে ৬২৫৯ পয়েন্টের নিচে নেমেছে। রোববারসহ এ নিয়ে সূচক হারাল ৫৩ পয়েন্ট। অবশ্য ফ্লোর প্রাইস কার্যকরের পর গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে এ সূচক বাড়ে ৩৩১ পয়েন্ট।
গতকালের খাতওয়ারি লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, প্রকৌশল, সিরামিক, পাট এবং বিবিধ ছাড়া বাকি সব খাতের অধিকাংশ শেয়ার দর হারিয়েছে। সবচেয়ে বেশি দর হারিয়েছে আর্থিক প্রতিষ্ঠান খাতের শেয়ারগুলো। গত সপ্তাহে এ শেয়ারগুলোর দর বেশ খানিকটা বেড়েছিল।
গতকাল ডিএসইতে এক হাজার ৮৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে বস্ত্র খাতে ২৬৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা মোট লেনদেনের পৌনে ২৫ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ১১৬ কোটি ২৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয় বিবিধ খাতে।
- বিষয় :
- শেয়ারদর
- ডিএসই
- বিনিয়োগকারী
- বিএসইসি