সুদহারে সীমা তোলার বিষয়ে ভাবছে না কেন্দ্রীয় ব্যাংক: গভর্নর

বিআইবিএম আয়োজিত বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ অন্য অতিথিরা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৭ আগস্ট ২০২২ | ২১:৫০ | আপডেট: ২৭ আগস্ট ২০২২ | ২১:৫০
ব্যাংকের সুনাম ও গ্রাহকের আস্থা ধরে রাখতে সুশাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুশাসন নিশ্চিতের ক্ষেত্রে ব্যবস্থাপনার ওপর পরিচালনা পর্ষদ থেকে হস্তক্ষেপ করা যাবে না। দায়িত্বের বাইরে পরিচালকদের যে কোনো হস্তক্ষেপ ব্যাংকের জন্য ক্ষতিকর। আবার ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে যথাযথ জবাবদিহিতার মধ্যে থেকে কাজ করতে হবে। গতকাল বিআইবিএম আয়োজিত দুই দিনের বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গভর্নর বলেন, সুদহারের সীমা তুলে দিলে উদ্যোক্তাদের খরচ বাড়বে। উৎপাদন খরচ কমাতে কম খরচে ঋণ দেওয়ার পক্ষে কেন্দ্রীয় ব্যাংক। ফলে সুদহারের সীমা তুলে দেওয়ার বিষয়ে ভাবছে না কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি ডলারে অতি মুনাফার কারণে ছয় ব্যাংকের এমডিকে কারণ দর্শানোর নোটিশ এবং ট্রেজারি বিভাগের প্রধানকে সরিয়ে দেওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যাংক ব্যবসা করবে। তাই বলে ব্যাংক আর অন্য ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা এক জিনিস নয়। ব্যাংকের অনেক দায়দায়িত্ব আছে, নিয়মকানুন আছে। নিয়ম মেনে ব্যবসা পরিচালিত হতে হয়। বিষয়টি তদন্তাধীন থাকায় পরবর্তী ব্যবস্থা কী হবে তা নিয়ে কোনো মন্তব্য করেননি।
গভর্নর বলেন, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে মূল্যস্ফীতি পরিস্থিতি ও বৈদেশিক মুদ্রাবাজার স্বাভাবিক হয়ে আসবে। এখনকার মূল্যস্ফীতি আমদানির কারণে হচ্ছে। বিশ্ববাজারে দর বৃদ্ধির প্রভাব মূল্যস্ফীতিতে পড়া স্বাভাবিক। সারের দর কমছে না। ফলে বিকল্প উৎস থেকে সার আনার চেষ্টা চলছে। অভ্যন্তরীণ সরবরাহ বাড়িয়ে মূল্যস্ফীতি কমানোর চেষ্টা চলছে। তিনি বলেন, ডলারের দর বাজারভিত্তিক হওয়া উচিত। আস্তে আস্তে সেদিকেই যাবে বাংলাদেশ ব্যাংক।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিআইবিএমের মহাপরিচালক ড. আখতারুজ্জামান। আরও বক্তব্য দেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিআইবিএমের অধ্যাপক শাহ মো. আহসান হাবিব। প্রথম দিনের বিভিন্ন সেশনে ঊর্ধ্বতন ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ নানা পর্যায়ের পেশাজীবীদের অংশগ্রহণ ছিল। এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয়- টেকসই উন্নয়নের পথে। দু'দিনের সম্মেলনে আটটি সেশনে মোট ৩০টি প্রবন্ধ উপস্থাপন হবে। দেশি-বিদেশি বিশেষজ্ঞ, ব্যাংকার, গবেষক এবং শিক্ষার্থীরা এতে অংশ নিচ্ছেন। করোনা মহামারির কারণে ২০২০ ও ২০২১ সালে এ আয়োজন হয়নি।