ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিশ্বে শীর্ষ ধনী তালিকায় তৃতীয় গৌতম আদানি

বিশ্বে শীর্ষ ধনী তালিকায় তৃতীয় গৌতম আদানি

ভারতের শিল্পপতি গৌতম আদানি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২ | ২১:৪৭ | আপডেট: ৩০ আগস্ট ২০২২ | ২৩:৩৯

বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তৃতীয় স্থানটি দখল করে নিলেন ভারতের শিল্পপতি গৌতম আদানি। মঙ্গলবার প্রকাশিত ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইনডেক্স অনুসারে, ফ্রান্সের বার্নার্ড আর্নল্টকে পেছনে ফেলে সেরা তিনে উঠে এসেছেন তিনি।

এশিয়ার কোনো নাগরিক হিসেবে প্রথমবারের মতো সেরা ধনীদের তালিকায় এই স্থানটি অর্জন করলেন আদানি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এই প্রতিষ্ঠাতা। তার নিট সম্পদের পরিমাণ ১৩৭ বিলিয়ন ইউএস ডলার। শুধু চলতি বছরে মধ্যে তার সম্পদের পরিমাণ বেড়েছে প্রায় ৬১ বিলিয়ন ডলার। তার সম্পদ বৃদ্ধির হার সেরা ধনীদের তালিকায় থাকা অন্য যে কারও তুলনায় অনেক বেশি। তাছাড়া শীর্ষ ১০ ধনীর তালিকায় থাকা ব্যবসায়ীদের মধ্যে গৌতম আদানি ছাড়া সবার সম্পদের পরিমাণই এ বছর কমে গেছে।

ব্লুগবার্গের এ তালিকায় এবারও প্রথম স্থানটি ধরে রেখেছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের উদ্যোক্তা ইলন মাস্ক। বর্তমানে তার নিট সম্পদ রয়েছে ২৫১ বিলিয়ন ডলারের। শীর্ষ ধনীদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের আরেক ব্যবসায়ী জেফ বেজোস। বেজোসের নিট সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১৫৩ বিলিয়ন ডলারের।

ফ্রান্সের ভোগ্যপণ্য খাতের শীর্ষ উদ্যোক্তা বার্নার্ড আর্নল্টই এতদিন এ তালিকায় তৃতীয় স্থানে ছিলেন। এবার গৌতম আদানি তার জায়গা দখল করে নেওয়ায় তিনি চলে গেছেন চতুর্থ স্থানে। বার্নার্ড আর্নল্টের নিট সম্পদের পরিমাণ এখন ১৩৬ বিলিয়ন ডলার।

সেরা ধনীর তালিকায় এবার পঞ্চম অবস্থানে রয়েছেন মাইক্রোসফট করপোরেশনের সহ-প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্রের বিল গেটস। ১১৭ বিলিয়ন ডলারের নিট সম্পদ রয়েছে তাঁর। এর পরের অবস্থানে থাকা যুক্তরাষ্ট্রের আরেক ধনকুবের ওয়ারেন বাফেটের নিট সম্পদ ১০০ বিলিয়ন ডলারের। প্রায় ১০০ বিলিয়ন ডলারের নিট সম্পদ নিয়ে সপ্তম অবস্থানে রয়েছেন একই দেশের প্রযুক্তি খাতের উদ্যোক্তা ল্যারি পেইজ।

শীর্ষ ধনীদের তালিকায় ৯৫ দশমিক ৮ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের সের্গেই ব্রিন অষ্টম এবং ৯৩ দশমিক ৭ বিলিয়ন ডলারের সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের স্টিভ বলমার নবম স্থানে রয়েছেন। আর দশম স্থানে আছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের ব্যবসায়ী ল্যারি এলিসন। তার নিট সম্পদের পরিমাণ ৯৩ দশমিক ৩ বিলিয়ন ডলার।

ব্লুগবার্গের তথ্য পর্যালোচনায় দেখা যায়, সম্পদশালীদের শীর্ষ দশের তালিকায় যুক্তরাষ্ট্রের নাগরিকই আটজন। সেরা ১০ জনের মধ্যে সাতজনই প্রযুক্তি খাতের ব্যবসায়ী। শীর্ষ ১০ জনের মধ্যে এশিয়ার নাগরিক একজনই। তবে সেরা ২০-এ আরও দু'জন এশিয়ার নাগরিক রয়েছেন। তাঁরা হলেন- ভারতের জ্বালানি খাতের ব্যবসায়ী মুকেশ আম্বানি। তিনি আছেন তালিকার ১১তম স্থানে। ৯১ দশমিক ৯ বিলিয়ন ডলারের নিট সম্পদ আছে তাঁর।

আরও পড়ুন

×