বাংলাদেশে আরও ২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে সামিটের

মুহাম্মদ আজিজ খান
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১০:১২ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১০:২০
সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় আবারও নাম এসেছে বাংলাদেশের বিদ্যুৎ খাতের কোম্পানি সামিটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খানের। তালিকায় আজিজ খান রয়েছেন ৪২ নম্বরে।
বুধবার মার্কিন সাময়িকী ফোর্বস সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা প্রকাশ করে। এতে আজিজ খানের সম্পদের পরিমাণ দেখানো হয়েছে ১০০ কোটি মার্কিন ডলার।
তালিকায় স্থান পাওয়ার পর এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আজিজ খান। তিনি বলেন, আমি খুশি, ফোর্বস বাংলাদেশি সম্পদ তার বিলিওনিয়ার তালিকায় জন্য মূল্যায়ন করতে শুরু করেছে। আমরা এটি ভেবে গর্ব করি যে, সামিট বাংলাদেশে ২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের সুযোগ পেয়েছে। আগামী ৫ বছরে আরও ২.৫ বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ফোর্বস যেহেতু বাংলাদেশের সম্পদ মূল্যায়ন করা শুরু করেছে তাই আরও বাংলাদেশি তাদের বিলিওনিয়ারের তালিকায় স্থান পাবেন।
২০১৯ সালের পর থেকে আজিজ খানের সম্পদের পরিমাণ ধারাবাহিকভাবে বেড়েছে। তাতেই তিনি এ বছর বিলিয়ন ডলারের ধনীর ক্লাবে স্থান করে নিয়েছেন। ২০২১ সালে আজিজ খানের সম্পদের পরিমাণ ছিল ৯৯ কোটি মার্কিন ডলার।
সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল সিঙ্গাপুরে নিবন্ধিত এ কারণে বাংলাদেশে ব্যবসা করলেও এটির সম্পদের হিসাব করা হয় সিঙ্গাপুরে।
ফোর্বসের তথ্য অনুযায়ী বাংলাদেশি বংশোদ্ভূত মুহাম্মদ আজিজ খান সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকায় প্রথম স্থান পান ২০১৮ সালে। ওই বছর তিনি এ তালিকায় ৩৪ নম্বরে ছিলেন। ২০১৮ সালে সিঙ্গাপুরে তিনি ও তার পরিবারের সম্মিলিত সম্পদের পরিমাণ ছিল ৯১ কোটি মার্কিন ডলার।
ফোর্বস জানায়, ২০১৯ সালে মুহাম্মদ আজিজ খান জাপানি প্রতিষ্ঠান জেরার কাছে সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের ২২ শতাংশ শেয়ার ৩৩ কোটি মার্কিন ডলারে বিক্রি করে দেন। ফলে ২০১৯ সালে তার সম্পদের পরিমাণ কমে নেমে আসে ৮৫ কোটি ডলারে। এর পর থেকে আবার তার সম্পদের পরিমাণ বাড়তে শুরু করে।