ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

পণ্য খালাসে বিলম্বে ব্যবসায়ীদের উদ্বেগ

পণ্য খালাসে বিলম্বে ব্যবসায়ীদের উদ্বেগ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২২ | ২২:৩১

বন্দর থেকে পণ্য খালাস করতে বেশি সময় লাগার কারণে খরচ বেড়ে যাচ্ছে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন। গতকাল বুধবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত পোর্ট অ্যান্ড শিপিং-বিষয়ক স্থায়ী কমিটির সভায় এমন মন্তব্য করেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এফবিসিসিআইর সভাপতি বলেন, চট্টগ্রাম বন্দরে আমদানি করা পণ্যের পরীক্ষা-নিরীক্ষার জন্য ঢাকায় পাঠাতে হয়। এতে পণ্য খালাস করতে দীর্ঘ সময় লেগে যায়, যা ব্যবসার খরচ বাড়িয়ে দিচ্ছে এবং উৎপাদন ব্যাহত হচ্ছে। পরিস্থিতির উন্নয়নে বন্দরে টেস্টিং ল্যাব স্থাপন জরুরি।

এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন, ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে সুষ্ঠু বন্দর কার্যক্রম জরুরি।

এফবিসিসিআইর সহসভাপতি মো. হাবীব উল্লাহ ডন বলেন, পণ্য পরীক্ষায় ত্রুটি না পেলেও বন্দরে ১৫ থেকে ২০ দিন পণ্য আটকে থাকার ফলে বন্দরের চার্জ যেমন বাড়ে, তেমনি দেরিতে পণ্য বিক্রির কারণে লোকসানও গুনতে হয় ব্যবসায়ীদের।

কমিটির চেয়ারম্যান ড. মো. পারভেজ সাজ্জাদ আকতার বলেন, পদ্মা সেতু ও পায়রা বন্দর চালু হওয়া এবং মোংলা বন্দরের কার্যক্রম বাড়ার কারণে অর্থনীতিতে নতুন সুযোগ তৈরি হচ্ছে। এসব সম্ভাবনা কাজে লাগাতে বন্দর অবকাঠামোর উন্নয়ন করা দরকার। বিশেষ করে চট্টগ্রাম বন্দরের নতুন জেটি তৈরি করা জরুরি।

আরও পড়ুন

×