ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নন-বন্ডেড কারখানায় ইউপি আবারও চালুর দাবি বিজিএপিএমইএর

নন-বন্ডেড কারখানায় ইউপি আবারও চালুর দাবি বিজিএপিএমইএর

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ২৬ অক্টোবর ২০২২ | ২২:৩৬

হিমায়িত খাদ্যপণ্যের মতো মাস্টার এলসির বিপরীতে অন্যান্য রপ্তানিমুখী নন-বন্ডেড কারখানায় ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) আবারও চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যাক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ)। গতকাল বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও সদস্য (কাস্টমস রপ্তানি, বন্ড ও আইটি) বরাবর চিঠি দিয়ে এ আবেদন জানিয়েছে সংগঠনটি।

এ বিষয়ে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ বেলাল সমকালকে বলেন, এ ধরনের অনুমোদন চট্টগ্রাম বন্দরে গত ১০ অক্টোবর পর্যন্ত চালু ছিল। কিন্তু হঠাৎ মৌখিক আদেশে তা বন্ধ করে দেওয়া হয়। এর ফলে এইচএস কোড নিয়ে কাস্টমস হাউস অহেতুক জটিলতা এবং হয়রানি করছে। তাই গার্মেন্টস অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং খাতের কাস্টমস-সংক্রান্ত সমস্যাগুলো নিরসনে ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের সঙ্গে দেখা করে চিঠি দেওয়া হয়েছে।

চিঠিতে বিজিএপিএমইএর সদস্য প্রতিষ্ঠানগুলো স্টার্চের এইচএস কোডজনিত বিভ্রান্তির কারণে কাঁচামাল হিসেবে আমদানি করা স্টার্চ খালাসের জটিলতা নিরসন, রপ্তানির মাস্টার এলসির মেয়াদোত্তীর্ণ হওয়ার ৪৮ ঘণ্টা আগে দাখিল করা আবেদনের ভিত্তিতে ইউপি প্রদানের অনুরোধ জানানো হয়।

আরও পড়ুন

×