ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মায়াঙ্ক অরোরা কোকা-কোলা বাংলাদেশ বেভারেজের নতুন এমডি

মায়াঙ্ক অরোরা কোকা-কোলা বাংলাদেশ বেভারেজের নতুন এমডি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ১০ নভেম্বর ২০২২ | ০০:৩৭

কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেসের ব্যবস্থাপনা পরিচালক বা এমডির পদে দায়িত্ব নিয়েছেন মায়াঙ্ক অরোরা। এ পদে দায়িত্ব নেওয়ার আগে তিনি ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত শ্রীলঙ্কায় কোকা-কোলা বেভারেজেসের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
২১ বছরের কর্মজীবনে মায়াঙ্ক অরোরা হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস লিমিটেড, বার্জার পেইন্টস ইন্ডিয়া লিমিটেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে তাঁর আগে এ পদে দায়িত্বে ছিলেন তাপস কুমার মণ্ডল।
বাংলাদেশে কোকা-কোলার দায়িত্ব নিয়ে মায়াঙ্ক অরোরা বলেন, কোকা-কোলার জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় বাজার। বাংলাদেশের কোকা-কোলার প্রতিটি পণ্য স্থানীয়ভাবে উৎপাদিত হয় এবং তা ক্রেতাদের মাঝে পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছেন একদল উৎসাহী ও প্রতিশ্রুতিবদ্ধ কর্মী।
কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেস বৈশ্বিক কোকা-কোলা কোম্পানির শতভাগ বিদেশি বিনিয়োগে প্রতিষ্ঠিত একটি কোম্পানি। আগে কোকা-কোলা বাংলাদেশ বেভারেজেসের নাম ছিল ইন্টারন্যাশনাল বেভারেজেস। ২০০৯ সাল থেকে প্রতিষ্ঠানটি বাংলাদেশে কাজ করে যাচ্ছে। তৈরি করে যাচ্ছে বিভিন্ন জনপ্রিয় ও উন্নত মানের পানীয়।

আরও পড়ুন

×