এমটিবি চালু করছে 'এই সময়ের ব্যাংকিং' ক্যাম্পেইন

রোববার এমটিবির প্রধান কার্যালয়ে নতুন ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমানসহ কর্মকর্তারা- ফটো রিলিজ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৩ | ০৩:৩২ | আপডেট: ০২ জানুয়ারি ২০২৩ | ০৩:৩২
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) ২০২৩ সালের শুরুতে গ্রাহকদের অভিজ্ঞতা বাড়াতে ব্যাংকের নিরবচ্ছিন্ন প্রচেষ্টার সঙ্গে মিল রেখে 'এই সময়ের ব্যাংকিং' ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে। আধুনিক প্রযুক্তিগত উদ্ভাবনের মধ্য দিয়ে দক্ষতা, হ্রাসকৃত পরিচালন ব্যয় এবং উন্নত নমনীয়তার মাধ্যমে ব্যাংকটি এ ক্যাম্পেইন করবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন ইভেন্টের মাধ্যমে এর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে, যার উদ্দেশ্য ব্যাংকের গ্রাহক, পৃষ্ঠপোষক এবং শুভানুধ্যায়ীদের সঙ্গে '২৩ বছরের বিশ্বস্ত অংশীদারিত্ব'কে স্মরণ করা। উদযাপনের থিম ছিল 'বিশ্বস্ত অংশীদারিত্বের ২৩ বছর'। এমটিবি সবসময় প্রথাগত ব্যাংকিংয়ের বাইরে বিভিন্ন আধুনিক পরিষেবা নিয়ে আসে। ব্যাংকটি গত কয়েক বছরে বিভিন্ন উদ্ভাবনী ডিজিটাল উদ্যোগ/ সল্যুশনের মাধ্যমে ব্যতিক্রমী রূপান্তর সৃষ্টি করে চলেছে। এমটিবি তার গ্রাহকদের জন্য একটি নিরাপদ ডিজিটাইজড ব্যাংকিং প্ল্যাটফর্ম প্রতিষ্ঠার জন্য দেশে একটি অগ্রগামী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত।
'এই সময়ের ব্যাংকিং' ক্যাম্পেইন সম্পর্কে জানাতে গতকাল সংবাদ সম্মেলনের আয়োজন করে এমটিবি। রাজধানীর গুলশানে এমটিবির প্রধান কার্যালয় এমটিবি সেন্টারে উপস্থিত ছিলেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক অফিসার চৌধুরী আখতার আসিফ, উপ-ব্যবস্থাপনা পরিচারক গৌতম প্রসাদ দাস, মো: খালিদ মাহমুদ খান ও রেইস উদ্দিন সৈয়দ মাহবুবুর রহমান ক্যাম্পেইন সম্পর্কে বলেন, ' আমরা চাই, আমাদের গ্রাহকরা তাদের সময় কাটাবে সেখানে, যেখানে তাদের উপস্থিতি প্রয়োজন। আমরা এখানে আছি তাদের সব ধরনের অনলাইন এবং অফলাইন পরিষেবার সঙ্গে ব্যাংকিং দায়িত্ব পালনের জন্য।