মোহাম্মদ ইউনুছ শাহ্জালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৩ | ১৮:০০
মোহাম্মদ ইউনুছ শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। মহিউদ্দিন আহমেদ ভাইস চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আব্দুল করিম (নাজিম)। গত বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন তাঁরা।
গতকাল শাহ্জালাল ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মোহাম্মদ ইউনুছ সোবহান আইস অ্যান্ড কোল্ডস্টোরেজ, ইউনুছ কোল্ডস্টোরেজ, অনন্ত পেপার মিলস, ইউনুছ পেপার মিলস, ইউনুছ ফাইন পেপার মিলস, ইউনুছ স্পিনিং মিলস, ইউনুছ নিউজপ্রিন্ট মিলস এবং ইউনুছ অফসেট পেপার মিলসের ব্যবস্থাপনা পরিচালক।
মহিউদ্দিন আহমেদ রূপসা ট্রেডিং করপোরেশন ও মহিউদ্দিন অটো হাউসের স্বত্বাধিকারী এবং প্যাসিফিক অটোমোবাইলসের চেয়ারম্যান।
আব্দুল করিম (নাজিম) লন্ডন টি এক্সচেঞ্জ বিডির চেয়ারম্যান, করিম এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যামডেনে অবস্থিত মহারানী রেস্টুরেন্টের স্বত্বাধিকারী। আব্দুল করিম ইউকেবিবিসিআইর পরিচালক।