মাস্টারকার্ড থেকে নগদে অ্যাড মানিতে বিশেষ অফার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩ | ১৮:০০
ঈদের আগে নগদ নিয়ে এসেছে আরও একটি মেগা ক্যাম্পেইন। এখন বাংলাদেশ ব্যাংক অনুমোদিত ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ডেবিট, ক্রেডিট বা প্রি-পেইড মাস্টারকার্ড থেকে নগদ অ্যাকাউন্টে অ্যাড মানি করলে একজন গ্রাহক হয়ে যেতে পারেন লাখপতি।
পাশাপাশি নির্দিষ্ট পরিমাণের টাকা অ্যাড মানিতেও থাকছে বিভিন্ন পরিমাণ ক্যাশ বোনাস।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এই ক্যাম্পেইন চলাকালে সাতটি ক্যাটাগরিতে নির্ধারিত পরিমাণ টাকা অ্যাড করলে প্রতি ক্যাটাগরির লেনদেনের জন্য একবার করে ক্যাশ বোনাস (অনুমোদিত পরিমাণ অনুযায়ী) এবং মোট ১ হাজার টাকা পর্যন্ত ক্যাশ বোনাস উপভোগ করা যাবে।
- বিষয় :
- মাস্টারকার্ড
- নগদে অ্যাড মানি