ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ডেবিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা, ক্রেডিটে সিটি ব্যাংক

ডেবিট কার্ডে শীর্ষে ডাচ্-বাংলা, ক্রেডিটে সিটি ব্যাংক

ওবায়দুল্লাহ রনি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৬ এপ্রিল ২০২৩ | ২১:১৭

কার্ডভিত্তিক লেনদেনে গ্রাহক আকৃষ্ট করতে বছরজুড়ে নানা প্রচার চালায় অনেক ব্যাংক। ঈদ বা অন্য উৎসবকে কেন্দ্র করে বাড়তি আকর্ষণের জন্য কেনাকাটার বিল পরিশোধে মূল্যছাড় বা ক্যাশব্যাক অফার দেওয়া হয়। তবে শুধু শুধু অফার বা প্রচারের কারণে নয়, ব্যাংকের সেবার ধরন এবং সুবিধা বিবেচনায় নিজের পছন্দের ব্যাংক বেছে নেন গ্রাহক। বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে, ২০২২ সালে ডেবিট কার্ডের ব্যবসায় শীর্ষে রয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক। আর ক্রেডিট কার্ডে সবার চেয়ে এগিয়ে আছে দ্য সিটি ব্যাংক।

২০২২ সালে ডেবিট কার্ড ব্যবহার করে মোট ৩ লাখ ৭৩ হাজার ৭০১ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের বছরের তুলনায় যা ১ লাখ ১৪ হাজার ৪৬৫ কোটি টাকা বা ৪৪ দশমিক ১৫ শতাংশ বেশি। আর গত বছর ক্রেডিট কার্ডে লেনদেনের পরিমাণ ছিল ২৮ হাজার ৯০৭ কোটি টাকা। ২০২১ সালে যা ছিল ২১ হাজার ৩৩৬ কোটি টাকা। এক বছরের ব্যবধানে ক্রেডিট কার্ডে লেনদেন বেশি হয়েছে ৭ হাজার ৫৭১ কোটি টাকা বা ৩৫ দশমিক ৪৮ শতাংশ।

ব্যাংকাররা জানান, সঙ্গে করে নগদ বহনের ঝুঁকি বিবেচনায় গ্রাহকদের অনেকে কার্ডে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার শাখায় গিয়ে লাইন ধরে লেনদেন করতে বাড়তি সময় লাগে। এ ছাড়া ব্যাংকিং সময়ের বাইরে যে কোনো লেনদেনের সুবিধার কারণে এখন কার্ড লেনদেনে মানুষের আগ্রহ বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত ব্যাংকগুলোর ইস্যু করা মোট ডেবিট কার্ডের সংখ্যা ২ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার। আগের বছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৫২ লাখ ৮৬ হাজার‍। এক বছরে ডেবিট কার্ডের সংখ্যা বেড়েছে ৪৫ লাখ ৬৩ হাজার বা ১৮ দশমিক শূন্য ৪ শতাংশ। শীর্ষ ১০ ব্যাংকে রয়েছে ২ কোটি ২০ লাখের বেশি ডেবিট কার্ড। মোট কার্ডের যা প্রায় ৬৮ শতাংশ। গত ডিসেম্বর পর্যন্ত শীর্ষে থাকা ডাচ্‌-বাংলার ডেবিট কার্ড ছিল প্রায় ১ কোটি ৪ লাখ। ব্যাংকটির ডেবিড কার্ডের মাধ্যমে গত ডিসেম্বরে মোট লেনদেনের পরিমাণ ছিল ৬ হাজার ৮৩৭ কোটি টাকা। ডেবিট কার্ড থেকে পুরো ব্যাংক খাতের মোট ৩৬ হাজার ৭১১ কোটি টাকা লেনদেনের যা ১৮ দশমিক ৬২ শতাংশ। সারাদেশে সবচেয়ে বেশি ৪ হাজার ৯০৭টি এটিএম বুথ রয়েছে এ ব্যাংকের।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক সমকালকে বলেন, নগদ লেনদেনে নানা ঝুঁকি রয়েছে। আবার সময়ও বেশি লাগে। যে কারণে মানুষ এখন কার্ডভিত্তিক এবং ক্যাশলেস লেনদেনে আগ্রহী হচ্ছে। ডেবিট কার্ডে দ্বিতীয় অবস্থানে থাকা ইসলামী ব্যাংকের কার্ড সংখ্যা ৫২ লাখ ৮৬ হাজার। মোট কার্ডের যা ১৭ দশমিক ৭১ শতাংশ। ডিসেম্বরে ব্যাংকটির মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ৬ হাজার ৯২৩ কোটি টাকা, মোট লেনদেনের যা ১৮ দশমিক ৮৮ শতাংশ। তৃতীয় অবস্থানে থাকা ব্যাংক এশিয়ার ৮ লাখ ৪২ হাজার বা ২ দশমিক ৮২ শতাংশ ডেবিট কার্ড রয়েছে। ব্যাংকটির মাধ্যমে লেনদেনের পরিমাণ ছিল ৬০০ কোটি টাকা। ডেবিট কার্ডে শীর্ষ ১০ ব্যাংকের তালিকায় পর্যায়ক্রমে রয়েছে দ্য সিটি, সোনালী, ইউসিবিএল, ব্র্যাক, যমুনা, ট্রাস্ট ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। এসব ব্যাংকের ৩৭ লাখ ৯ হাজার কার্ড রয়েছে। ডিসেম্বর মাসে যেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪ হাজার ৭২২ কোটি টাকা।

গত এক বছরে ক্রেডিট কার্ডের সংখ্যা ২ লাখ ৮৩ হাজার বা ১৫ দশমিক ৪১ শতাংশ বেড়ে ২১ লাখ ১৬ হাজারে ঠেকেছে। গত ডিসেম্বর পর্যন্ত শীর্ষ ১০ ব্যাংকে রয়েছে ১৪ লাখ ৪২ হাজার কার্ড। এর মধ্যে ৩ লাখ ২০ হাজার রয়েছে সিটি ব্যাংকের। গত ডিসেম্বর মাসে সিটি ব্যাংকের ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ২৭১ কোটি টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা ব্র্যাক ব্যাংকের ২ লাখ ৩৬ হাজার কার্ডের বিপরীতে লেনদেন ছিল ২৭০ কোটি টাকা। তৃতীয় অবস্থানে থাকা প্রাইম ব্যাংকের ১ লাখ ৬৭ হাজার কার্ডের বিপরীতে লেনদেন হয়েছে ৪৭ কোটি টাকা। পর্যায়ক্রমে স্ট্যান্ডার্ড চার্টার্ড, ইউসিবিএল, ইস্টার্ন, ডাচ্‌-বাংলা, ন্যাশনাল, সাউথইস্ট ও ব্যাংক এশিয়া রয়েছে শীর্ষ ১০ ব্যাংকের তালিকায়।

আরও পড়ুন

×