নেদারল্যান্ডসের কর্মসূচির সঙ্গে ইউনিলিভারের চুক্তি

শিল্প ও বাণিজ্য ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৩ | ১৬:৫৮ | আপডেট: ১১ মে ২০২৩ | ১৬:৫৮
দেশের অন্যতম শীর্ষস্থানীয় নিত্যব্যবহার্য ও ভোগ্যপণ্য কোম্পানি ইউনিলিভার বাংলাদেশ (ইউবিএল) এবং নেদারল্যান্ডসের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মসূচি ‘অরেঞ্জ কর্নারস বাংলাদেশ’ তরুণ উদ্যোক্তাদের সহযোগিতার লক্ষ্যে এক চুক্তিতে স্বাক্ষর করেছে।
বৃহস্পতিবার ইউবিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইউনিলিভার ও ডিবিএল গ্রুপের সার্বিক সহায়তা এবং ওয়াইওয়াই ভেঞ্চারস, বিওয়াইএলসি ভেঞ্চারস এবং সাজিদা ফাউন্ডেশনের উদ্যোগে ‘অরেঞ্জ কর্নারস’ এর উদ্দেশ্য বাংলাদেশে পরবর্তী প্রজন্মের সফল ব্যবসায়িক নেতৃত্ব তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ ও সম্পদ প্রদানের মাধ্যমে সুযোগ সৃষ্টি করা। ইতিমধ্যে আফ্রিকা ও মধ্যপ্রাচ্য জুড়ে ‘অরেঞ্জ কর্নারস’ এর ১৭টি সহযোগিতামূলক উদ্যোগের শক্তিশালী নেটওয়ার্ক রয়েছে। চলতি বছর ফেব্রুয়ারির শুরুতে এশিয়ার প্রথম দেশ হিসেবে বাংলাদেশে ১৮তম প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম শুরু করে ‘অরেঞ্জ কর্নারস’।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে টেকসই ব্যবসা গড়ে তুলতে ‘অরেঞ্জ কর্নারস’ এর কর্মসূচিগুলো ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের দক্ষতার উন্নয়ন, অর্থায়ন এবং প্রয়োজনীয় উপকরণ প্রদানের মাধ্যমে সহযোগিতা করবে। বিশেষ করে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পুরণে যেসব ব্যবসা ভূমিকা রাখছে, তারা এতে অগ্রাধিকার পাবে। এ কর্মসূচিতে সম্পৃক্ত সব অংশীদাররা তাদের সম্মিলিত সক্ষমতায় সকল উদ্যোক্তার জন্য বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক ও সমতাভিত্তিক একটি ইকোসিষ্টেম তৈরিতে ভূমিকা রাখবে।
ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার বলেন, বিগত কয়েক দশকে বাংলাদেশের অর্থনীতির আশ্চর্যজনক উত্থান ঘটেছে এবং অসংখ্য মেধাবী তরুণের সম্মিলনে এ অর্থনীতির অফুরান সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, যদি সকল তরুণ তাদের দক্ষতার বিকাশ ও ব্যক্তিগত উন্নয়নে উপযুক্ত সুযোগ লাভ করে, তবে কাঙ্খিত অগ্রযাত্রায় কোনো বাধা থাকবে না।
জাভেদ আখতার বলেন, ইউনিলিভার ২০২০ সাল থেকে বাংলাদেশে সামাজিক উদ্যোগগুলোর সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং উদ্ভাবনী সামাজিক ব্যবসাগুলোকে বাজারভিত্তিক সমাধানে সহায়তা দিচ্ছে, যা দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নয়ন এবং দূষণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। অরেঞ্জ কর্নারসের সহযোগিতামূলক উদ্যোগ বৃহত্তর গোষ্ঠীর কাছে ইউবিএলকে পৌঁছাতে সাহায্য করবে।
- বিষয় :
- ইউনিলিভার
- ইউবিএল
- পররাষ্ট্র মন্ত্রণালয়