ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে সাউথইস্ট ইউনিভার্সিটির চুক্তি

মিডল্যান্ড ব্যাংকের সঙ্গে সাউথইস্ট ইউনিভার্সিটির চুক্তি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৩ | ১৮:০০

সম্প্রতি মিডল্যান্ড ব্যাংক এবং সাউথইস্ট ইউনিভার্সিটির (এসইইউ) মধ্যে ‘মিডল্যান্ড করপোরেট পেরোল প্যাকেজ ও মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (এমসিডি)’ সংক্রান্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ চুক্তির ফলে সাউথইস্ট ইউনিভার্সিটির কর্মকর্তাদের বেতন-ভাতার হিসাব এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নগদ তহবিল ব্যবস্থাপনা সহজ হবে। এসইইউর কর্মীরা মিডল্যান্ড ব্যাংকের অগ্রাধিকারমূলক ব্যাংকিং সুবিধা পাবেন।

ঢাকায় এসইইউর নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলাম এবং মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আহসান-উজ জামান চুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন

×