সফটওয়্যারের উৎপাদন ও কাস্টমাইজেশনে ৫ শতাংশ মূসকের প্রস্তাব

প্রতীকী ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০১ জুন ২০২৩ | ১০:২৭ | আপডেট: ০১ জুন ২০২৩ | ১০:৪৬
আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সফটওয়্যারের উৎপাদন ও কাস্টমাইজেশনে ৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপনে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
‘উন্নয়নের অভিযাত্রার দেড়দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘সফটওয়্যারের উৎপাদন পর্যায়ে ও কাস্টমাইজেশন সেবার ওপর ৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব করছি।’
প্রস্তাবিত নতুন বাজেটের আকার সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা চার লাখ ৩০ হাজার কোটি টাকা। ঘাটতি আড়াই লাখ কোটি টাকার বেশি। মোট দেশজ উৎপাদনের (জিডিপির) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে ৭ শতাংশ আর মূল্যস্ফীতির বার্ষিক হারের লক্ষ্য থাকছে সাড়ে ৬ শতাংশ।
/ওয়াইএ/
- বিষয় :
- বাজেট ২০২৩-২৪
- বাজেট
- সফটওয়্যার
- কাস্টমাইজেশন
- মূসক
- প্রস্তাব