ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কাজুবাদাম আমদানিতে বসছে উচ্চ কর

কাজুবাদাম আমদানিতে বসছে উচ্চ কর

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ জুন ২০২৩ | ১১:২৬ | আপডেট: ০১ জুন ২০২৩ | ১১:২৬

দেশি কাজুবাদামের বাজার প্রসারের চিন্তা মাথায় রেখে আগামী ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পণ্যটির আমদানিতে উচ্চ করারোপের কথা বলা হয়েছে। খোসা ছাড়ানো কাজুবাদাম আমদানিতে মোট করভার সোয়া  ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ৪৩ শতাংশ করার প্রস্তাব আনা হয়েছে। ফলে বিদেশি কাজুবাদামের দাম ব্যাপকভাবে বাড়তে পারে।

বৃহস্পতিবার বিকেল ৩টায় একাদশ জাতীয় সংসদের ২৩তম (বাজেট) অধিবেশন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপনে এ কথা জানান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

‘উন্নয়নের অভিযাত্রার দেড়দশক পেরিয়ে স্মার্ট বাংলাদেশের অগ্রযাত্রা’ শীর্ষক বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে কাজুবাদাম উৎপাদিত হচ্ছে এবং উৎপাদিত কাজুবাদামকে প্রক্রিয়াজাতকরণে কারখানা গড়ে উঠেছে। তাই স্থানীয় শিল্পের প্রতিরক্ষণের জন্য খোসা ছাড়ানো কাজুবাদামের (Cashew Nuts Shelled) আমদানিতে সর্বমোট করভার ১৫ দশমিক ২৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৪৩ শতাংশ নির্ধারণের প্রস্তাব করছি।’

এর আগে অর্থমন্ত্রী বলেন, 

প্রস্তাবিত নতুন বাজেটের আকার সাত লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এবার রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ কোটি টাকা। এর মধ্যে এনবিআরের লক্ষ্যমাত্রা চার লাখ ৩০ হাজার কোটি টাকা। ঘাটতি আড়াই লাখ কোটি টাকার বেশি। মোট দেশজ উৎপাদনের (জিডিপির) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে ৭ শতাংশ আর মূল্যস্ফীতির বার্ষিক হারের লক্ষ্য থাকছে সাড়ে ৬ শতাংশ।

আরও পড়ুন

×