১৫ পোশাক কারখানার চিকিৎসা কেন্দ্রকে আইএলওর স্বীকৃতি

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ১৬:১১ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ১৬:১১
তৈরি পোশাক খাতের নিট ক্যাটাগরির পণ্য উৎপাদন ও রপ্তানিকারক উদ্যোক্তাদের সংগঠন বিকেএমইএর ১৫টি সদস্য কারখানার চিকিৎসা কেন্দ্রকে ‘মডেল এন্টারপ্রাইজ ক্লিনিক’ হিসেবে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও।
আইএলও ও বিকেএমইএর যৌথ উদ্যোগে পরিচালিত এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম প্রকল্পের আওতায় এ স্বীকৃতি দেওয়া হয়।
এ উপলক্ষে বুধবার রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে আয়োজিত এক অনুষ্ঠানে কারখানাগুলোর মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন আইএলওর সংশ্লিষ্ট উপদেষ্টা সাদ জিলানি, বিকেএমইএর সিনিয়র সহ-সভাপতি মনসুর আহমেদ, ফজলে শামীম এহসান, মোরশেদ সারোয়ার সোহেল, আখতার হোসেন অপূর্ব, শ্রম মন্ত্রণালয়ের সেন্ট্রাল ফান্ডের মহা পরিচালক ড. মোল্লা জালাল উদ্দিন প্রমুখ।
/এসআর/