আন্তঃব্যাংকে রেকর্ড ১০৯ টাকায় ডলার

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৫ জুন ২০২৩ | ১৬:৫৮ | আপডেট: ১৫ জুন ২০২৩ | ১৬:৫৮
আন্তঃব্যাংকে ডলারের দর বেড়ে প্রথমবারের মতো ১০৯ টাকায় উঠেছে। এর আগে এক ব্যাংক আরেক ব্যাংকে সর্বোচ্চ ১০৮ টাকা ৭৫ পয়সায় ডলার বিক্রি করে গত ২২ মে। সব পর্যায়ে ডলারের দর আরও বৃদ্ধির ফলে আন্তঃব্যাংকে বেড়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, ব্যাংকগুলো নগদ ডলার বিক্রির দরও বাড়িয়েছে। বৃহস্পতিবার প্রতি ডলারে এক টাকা বেড়ে সাড়ে ১০৯ থেকে ১১০ টাকা ৫০ পয়সা দরে বিক্রি হয়। আগের দিন যা ১০৮ টাকা ৫০ পয়সা থেকে সর্বোচ্চ ১১০ টাকা ছিল। আর খোলাবাজারে বৃহস্পতিবার ১১২ টাকা পর্যন্ত দরে ডলার বিক্রি হয়েছে। আগের দিন যা সর্বোচ্চ ১১১ টাকা ৬০ পয়সা ছিল। গতবছরের এ সময়ে আন্তঃব্যাংকে ডলারের দর ছিল ৯২ টাকা। অন্য সব পর্যায়ে ৯৫ টাকার নিচে ছিল।
এর আগে গত ১ জুন থেকে প্রবাসী আয়ে ডলার প্রতি ৫০ পয়সা বাড়িয়ে ১০৮ টাকা ৫০ পয়সা এবং রপ্তানি বিল নগদায়নে এক টাকা বাড়িয়ে ১০৭ টাকা করা হয়। আর রেমিট্যান্স ও রপ্তানি বিল কেনার গড় দরের সঙ্গে সর্বোচ্চ এক টাকা যোগ করে আমদানি এবং আন্তঃব্যাংক ডলার বিক্রি করতে পারে ব্যাংকগুলো। যদিও অনেক ব্যাংক নির্ধারিত দরের বেশিতে এখনও ডলার কিনছে। এ বিষয়ে কয়েক দফায় সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে সংকটে থাকা ব্যাংক সতর্কতা অমান্য করে নানা উপায়ে বাড়তি দরে ডলার কেনার অভিযোগ পাওয়া গেছে।
বাজার সামলাতে আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি বিভিন্ন উদ্যোগ নিয়েছে সরকার। পাশাপশি কেন্দ্রীয় ব্যাংক সরকারি দায় মেটাতে চলতি অর্থবছরের এ পর্যন্ত বিভিন্ন ব্যাংকের কাছে ১৩ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে। এতে করে রিজার্ভ কমে বৃহস্পতিবার দাঁড়ায় ২৯ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। গতবছরের একই সময়ে যা ৪১ দশমিক ৪৪ বিলিয়ন ছিল। এর আগে ২০২১ সালের আগস্টে রিজার্ভ উঠেছিল সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে।
/এসআর/
- বিষয় :
- ডলারের দাম
- আন্তঃব্যাংক ডলারের দাম
- ডলার