ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

টানা দশ বার সিআইপি হলেন এএসএম মহিউদ্দিন মোনেম

টানা দশ বার সিআইপি হলেন এএসএম মহিউদ্দিন মোনেম

এএসএম মহিউদ্দিন মোনেম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুন ২০২৩ | ১৬:০৯ | আপডেট: ২৫ জুন ২০২৩ | ১৬:০৯

টানা দশ বারের মতো সিআইপি হলেন সার্ভিস ইঞ্জিনের চেয়ারম্যান ও আব্দুল মোনেম লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এএসএম মহিউদ্দিন মোনেম।

রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে তিনি এ সিআইপি সম্মাননা গ্রহণ করেন।

২০২১ সালে দেশের রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য তাকে এবারও সিআইপি নির্বাচিত করেছে সরকার। তিনি প্রখ্যাত শিল্পপতি মরহুম আব্দুল মোনেমের কনিষ্ঠ পুত্র।

মহিউদ্দিন মোনেম তথ্য প্রযুক্তি খাতে অবদানের জন্য একাধিকবার রাষ্ট্রপতি পুরস্কার এবং টানা ৮ বার জাতীয় রপ্তানি ট্রফি পেয়েছেন। তিনি ২০১৩ সাল থেকে টানা ৮ বার সেরা করদাতার স্বীকৃতিও পেয়েছেন। গত বছর শিল্প মন্ত্রণালয়ের ঘোষিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কারও পেয়েছেন তিনি।

এ ছাড়া মহিউদ্দিন মোনেম বাংলাদেশে চেক প্রজাতন্ত্রের অনারারি কনস্যুলেট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

×