ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

হিমাগারে ডাকাতিতে জড়িতদের শাস্তি দাবি বিসিএসএর

হিমাগারে ডাকাতিতে জড়িতদের শাস্তি দাবি বিসিএসএর

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৩ | ১৮:০০

সম্প্রতি কুড়িগ্রাম ও রাজশাহীর চারটি হিমাগারে ডাকাতির ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ কোল্ডস্টোরেজ অ্যাসোসিয়েশন (বিসিএসএ)।

সংগঠনটির সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু এ ঘটনায় হিমাগার ব্যবসায়ীদের সতর্ক থাকার পাশাপাশি হিমাগারের নিরাপত্তা নিশ্চিত এবং দোষীদের শাস্তির আওতায় নিয়ে আসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে রংপুর ও রাজশাহী বিভাগীয় পুলিশকে চিঠি দিয়েছেন।

চিঠিতে বলা হয়, সম্প্রতি রাজশাহী জেলার দুটি হিমাগারে রাত আড়াইটার দিকে ডাকাতি সংঘটিত হয়। ২৪ জুন রাজশাহীর এয়ারপোর্ট রোডে টকিপুর আসমা কোল্ডস্টোরেজ এবং ২৫ জুন রাজশাহীর বড়গাছিতে রাজ কোল্ডস্টোরেজে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা ক্যাশে রক্ষিত নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। এর আগে গত ১৫ জুন কুড়িগ্রামের কল্যাণ সদরের মোস্তফা হিমাগার ও ১৮ জুন কাঁঠালবাড়ী সদরের রায়পুরে বাবর কোল্ডস্টোরেজে এ ডাকাতি সংঘটিত হয়। ব্যবসায়ীদের দাবি, ডাকাতির ঘটনায় চারটি হিমাগারের আর্থিক ক্ষতি হয়েছে ৩৮ লাখ টাকার বেশি।

ডাকাতির চারটি ঘটনাই কাছাকাছি সময়ে এবং একই কায়দায় সংঘটিত হয়েছে। হিমাগার ব্যবসায়ীদের অভিযোগ, একটি সংঘবদ্ধ চক্র এই ডাকাতির সঙ্গে জড়িত। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে বিসিএসএ।

আরও পড়ুন

×