ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এজিএম

--
প্রকাশ: ২৭ জুন ২০২৩ | ১৮:০০
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামান।
স্বাস্থ্য ঝুঁকি ও নিরাপত্তা বিবেচনায় এজিএম ভার্চুয়ালি সম্পাদিত হয়। এতে শেয়ারহোল্ডাররা সর্বসম্মতিক্রমে ৩১ ডিসেম্বর, ২০২২ পর্যন্ত সমাপ্ত অর্থবছরের জন্য ৫ শতাংশ স্টক লভ্যাংশ এবং ৫ শতাংশ ক্যাশ লভ্যাংশ অনুমোদন করেন।
ইউসিবি পরিচালনা পর্ষদের এক্সিকিউটিভ কমিটি চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান তৌহিদ শিপার রফিকুজ্জামান, পরিচালক বজল আহমেদ, নুরুল ইসলাম চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।