ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মুডিসের রেটিংয়ে সিটি ব্যাংকের আউটলুক স্থিতিশীল

মুডিসের রেটিংয়ে সিটি ব্যাংকের আউটলুক স্থিতিশীল

শিল্প ও বাণিজ্য ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৩ | ১৮:০০

মুডিস ইনভেস্টরস সার্ভিস তাদের সাম্প্রতিক মূল্যায়নে বাংলাদেশের সিটি ব্যাংকের আউটলুক ‘স্থিতিশীল’ অবস্থানে অপরিবর্তিত রেখে বি-২ রেটিং নিশ্চিত করেছে। গতকাল সিটি ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, মুডিসের এই রেটিং সিটি ব্যাংকের গড় মুনাফা, সম্পদের গুণগতমান এবং মূলধনকে স্বীকৃতি দেওয়া হয়, যা ভারসাম্যপূর্ণ স্থিতিশীল তারল্য এবং এই সংকটময় সময়ে আমানতের প্রবৃদ্ধি নির্দেশ করে। পুনঃতপশিল এবং পুনর্গঠিত ঋণের ঝুঁকির কারণে রেটিংয়ের মূল মানদণ্ডে প্রভাব ফেললেও রিটেইল ব্যাংকিং ও ক্রেডিট কার্ড ব্যবসায় দৃঢ় অবস্থান এবং উন্নয়ন সংস্থার কাছ থেকে সহজে তহবিল সংগ্রহের সক্ষমতা ব্যাংকের ক্রেডিট শক্তি হিসেবে স্বীকৃত হয়েছে।

আরও পড়ুন

×