সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আইসক্রিম ডে উদযাপন করল জাএনজি

--
প্রকাশ: ১৭ জুলাই ২০২৩ | ১৮:০০
গত ১৬ জুলাই আইসক্রিম ডেতে কাজী ফুড ইন্ডাস্ট্রিজের জাএনজি আইসক্রিম আয়োজন করে এক ভিন্নধর্মী অনুষ্ঠান। জাএনজি আইসক্রিম মাস্তুল ফাউন্ডেশনের সহযোগিতায় ঢাকার রায়ের বাজার মাস্তুল ফাউন্ডেশন স্কুলে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজী ফুড ইন্ডাস্ট্রিজের এজিএম (মার্কেটিং) রাজীব সাহা, ব্র্যান্ড ম্যানেজার তানভীর ওয়াহিদ লস্কর, প্রজেক্ট কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুর রাকিব প্রমুখ।
- বিষয় :
- সুবিধাবঞ্চিত শিশু
- আইসক্রিম ডে
- জাএনজি