কাঁচা পাটের মজুত ঠেকাতে বাজার পর্যবেক্ষণ হচ্ছে: বস্ত্র ও পাটমন্ত্রী

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ জুলাই ২০২৩ | ১৮:০০
কাঁচা পাটের মজুত ঠেকানো এবং দাম সহনীয় পর্যায়ে রাখতে বাজার পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। তিনি বলেছেন, লাইসেন্সবিহীন অসাধু ব্যবসায়ীদের কাঁচা পাট ক্রয়-বিক্রয় ও মজুত থেকে বিরত রাখা, ভেজা পাট ক্রয়-বিক্রয় রোধ করা এবং বাজারে কাঁচা পাটের সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কর্মকর্তাদের।
‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০’ অনুযায়ী ১৯টি পণ্যে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক রয়েছে। এসব পণ্যে কেউ যদি প্লাস্টিকের ব্যবহার করে তাহলে আইনি ব্যবস্থা নেওয়ার কথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী। দেশব্যাপী এ সংক্রান্ত অভিযান আরও জোরদার হবে বলে জানান তিনি।