জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
-samakal-64c099f0d0ed2.jpg)
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ জুলাই ২০২৩ | ১৮:০০
২০২০-২১ অর্থবছরে রপ্তানি খাতে অবদান রাখায় জাতীয় রপ্তানি ট্রফি পাচ্ছে ৭৩টি প্রতিষ্ঠান। এর মধ্যে দেশের রপ্তানিতে সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী প্রতিষ্ঠান হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব রপ্তানি ট্রফি পাচ্ছে হা-মীম গ্রুপের প্রতিষ্ঠান রিফাত গার্মেন্টস লিমিটেড। বাণিজ্য মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার সরকারি গেজেটের মাধ্যমে এসব প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে। শিগগিরই আনুষ্ঠানিকভাবে নির্বাচিত প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে রপ্তানি ট্রফি তুলে দেওয়া হবে।
রপ্তানি ট্রফির জন্য নির্বাচিত অন্য ৭২টি প্রতিষ্ঠানের মধ্যে তৈরি পোশাকের ওভেন ক্যাটাগরিতে স্বর্ণপদক পাচ্ছে স্নোটেক্স আউটওয়্যার। এই ক্যাটাগরিতে রৌপ্যপদক পাচ্ছে এ কে এম নিটওয়্যার এবং ব্রোঞ্জপদক পাচ্ছে তারাশিমা অ্যাপারেলস। নিটওয়্যার ক্যাটাগরিতে স্বর্ণপদক পাচ্ছে ফ্লামিঙ্গো ফ্যাশন। রৌপ্যপদক পাচ্ছে জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ এবং ব্রোঞ্জপদক পাচ্ছে লিবার্টি নিটওয়্যার। সব ধরনের সুতা ক্যাটাগরিতে স্বর্ণপদক পাচ্ছে বাদশা টেক্সটাইলস। রৌপ্য স্কয়ার টেক্সটাইল এবং ব্রোঞ্জপদকের জন্য নির্বাচিত হয়েছে এনজেড টেক্সটাইল।
টেক্সটাইল ফেব্রিক্সে স্বর্ণপদক পাচ্ছে হা-মীম ডেনিম লিমিটেড। রৌপ্যপদক পাচ্ছে এনভয় টেক্সটাইল এবং ব্রোঞ্জপদক পাচ্ছে আকিজ টেক্সটাইল মিলস। হোম ও স্পেশালাইজড টেক্সটাইল খাতে স্বর্ণপদক পাচ্ছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স এবং রৌপ্যপদক পাচ্ছে মমটেক্স এক্সপো। টেরিটাওয়েলে স্বর্ণপদক পাচ্ছে নোমান টেরিটাওয়েল মিলস। কাঁচা পাট খাতে স্বর্ণপদক পাচ্ছে ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স এবং রৌপ্যপদকের জন্য নির্বাচিত হয়েছে মেসার্স সারতাজ ট্রেড ইন্টারন্যাশনাল। পাটজাত দ্রব্যে স্বর্ণপদক পাচ্ছে আকিজ জুট মিলস, রৌপ্য জনতা জুট মিলস এবং ব্রোঞ্জপদক পাচ্ছে জোবাইদা করিম জুট স্পিনার্স। চামড়াজাত পণ্যে স্বর্ণপদক পাচ্ছে পিকার্ড বাংলাদেশ এবং রৌপ্যপদক পাচ্ছে এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ। ফুটওয়্যার খাতে স্বর্ণপদক পাচ্ছে বে-ফুটওয়্যার এবং রৌপ্যপদক পাচ্ছে সনিভার্স ফুটওয়্যার। এ খাতে ব্রোঞ্জপদক পাচ্ছে অ্যালায়েন্স লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার।
কৃষিজ পণ্যে (তামাক ব্যতীত) স্বর্ণপদক পাচ্ছে ইনডিগো করপোরেশন। রৌপ্য মনসুর জেনারেল ট্রেডিং এবং ব্রোঞ্জপদক পাচ্ছে হেরিটেজ এন্টারপ্রাইজ। কৃষি প্রক্রিয়াজাত পণ্যে (তামাকজাত পণ্য ব্যতীত) স্বর্ণপদক পাচ্ছে প্রাণ ডেইরি, রৌপ্য হবিগঞ্জ এগ্রো এবং ব্রোঞ্জপদক পাচ্ছে এলিন ফুড প্রোডাক্টস। ফুল-ফলিয়েজ ক্যাটাগরিতে স্বর্ণপদক রাজধানী এন্টারপ্রাইজ এবং রৌপ্যপদক পাচ্ছে এলিন ফুডস ট্রেড। হস্তশিল্পজাত পণ্য খাতে স্বর্ণপদক কারুপণ্য রংপুর, রৌপ্য বিডি ক্রিয়েশন এবং ব্রোঞ্জ পাচ্ছে ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস।
মেলামাইন খাতে স্বর্ণপদক পাচ্ছে ডিউরেবল প্লাস্টিক। প্লাস্টিকপণ্য খাতে স্বর্ণপদক বেঙ্গল প্লাস্টিকস, রৌপ্য অলপ্লাস্ট বাংলাদেশ এবং ব্রোঞ্জপদকের জন্য নির্বাচিত হয়েছে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক। সিরামিকসামগ্রী খাতে স্বর্ণপদক পাচ্ছে শাইনপুকুর সিরামিকস এবং রৌপ্যপদক পাচ্ছে আর্টিসান সিরামিকস। হালকা প্রকৌশল খাতে স্বর্ণপদক পাচ্ছে মেঘনা বাংলাদেশ, রৌপ্য রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ এবং ব্রোঞ্জপদক পাচ্ছে ইউনিগ্লোরি সাইকেল কম্পোনেন্টস। ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য খাতে স্বর্ণপদক পাচ্ছে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং, রৌপ্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ এবং ব্রোঞ্জপদক পাচ্ছে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ।
অন্যান্য শিল্পজাত পণ্য খাতে স্বর্ণপদক মেরিন সেফটি সিস্টেম, রৌপ্য এশিয়া মেটাল মেরিন সার্ভিস এবং ব্রোঞ্জপদক পাচ্ছে বিএসআরএম স্টিলস। ফার্মাসিউটিক্যাল পণ্যে স্বর্ণপদক পাচ্ছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, রৌপ্য ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস ও ব্রোঞ্জপদক পাচ্ছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস।
কম্পিউটার সফটওয়্যার ক্যাটাগরিতে স্বর্ণপদক পাচ্ছে সার্ভিস ইঞ্জিন। আর রৌপ্যপদকের জন্য নির্বাচিত হয়েছে গোল্ডেন হারভেস্ট ইনফোটেক। ইপিজেডভুক্ত বাংলাদেশি মালিকানাধীন তৈরি পোশাক ক্যাটাগরিতে স্বর্ণপদক পাচ্ছে ইউনিভার্সেল জিন্স, রৌপ্য প্যাসিফিক জিন্স এবং ব্রোঞ্জপদক পাচ্ছে এনএইচটি ফ্যাশন। ইপিজেডভুক্ত বাংলাদেশি মালিকানাধীন অন্যান্য পণ্য ক্যাটাগরিতে স্বর্ণপদক পাচ্ছে পদ্মা স্পিনিং অ্যান্ড কম্পোজিট, রৌপ্য আর এম ইন্টারলাইনিংস এবং ব্রোঞ্জপদক পাচ্ছে স্টার প্যাকেজিং অ্যান্ড অ্যাক্সেসরিজ।
প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ পণ্য খাতে স্বর্ণপদক পাচ্ছে মনট্রিমস লিমিটেড, রৌপ্য পাচ্ছে এমঅ্যান্ডইউ প্যাকেজিং এবং ব্রোঞ্জপদকের জন্য নির্বাচিত হয়েছে ইউনিগ্লোরি প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ। অন্যান্য প্রাথমিক পণ্যে স্বর্ণপদক পাচ্ছে এনআর ট্রেড ইন্টারন্যাশনাল, রৌপ্য হেয়ার স্টাইল ফ্যাক্টরি এবং রৌপ্যপদক পাচ্ছে গাজীস ফ্রেশ সি-ফুড। অন্যান্য সেবা খাতে স্বর্ণপদক পাচ্ছে মীর টেলিকম। নারী উদ্যোক্তা খাতে স্বর্ণপদক পাচ্ছে পাইওনিয়র নিটওয়্যার্স। রৌপ্যপদক পাচ্ছে বীকন নিটওয়্যার এবং ব্রোঞ্জপদক পাচ্ছে ইব্রাহিম নিট গার্মেন্টস।