ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন সিএজির শ্রদ্ধা নিবেদন

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নতুন সিএজির শ্রদ্ধা নিবেদন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৩ | ১৮:০০

বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম গতকাল বৃহস্পতিবার ধানমন্ডি-৩২ নম্বর বাড়িতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সিএজি কার্যালয়সহ অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নবনিযুক্ত সিএজি মো. নূরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। চেতনায় মুক্তিযুদ্ধ, আদর্শে বঙ্গবন্ধুকে লালন করে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস বিভাগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

×