ব্যাংক এশিয়ার এমডির পদত্যাগ

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ জুলাই ২০২৩ | ১৮:০০
ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ বিল্লাহ আদিল চৌধুরী পদত্যাগ করেছেন।
তিন বছরের জন্য গত বছরের নভেম্বর এ পদে নিয়োগ পান তিনি। তবে ৮ মাস পর গত বুধবার তিনি পদত্যাগ করেন। পরে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঋণ কর্মকর্তা শফিউজ্জামানকে এমডির চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।
জানা গেছে, আরিফ বিল্লাহ আদিল চৌধুরীর পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি ব্যাংকটির পরিচালনা পর্ষদ। পদত্যাগপত্র জমা দেওয়ার পর থেকে তিনি আর ব্যাংকে আসছেন না। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায়ও যোগ দেননি।
এ পরিস্থিতিতে ৩০ জুলাই থেকে আগামী ২১ অক্টোবর পর্যন্ত তাঁর ছুটি মঞ্জুর করা হয়েছে।
ব্যাংক এশিয়ার সাবেক এমডি আরফান আলীর মেয়াদ শেষ হওয়ার পর গত বছরের ৭ আগস্ট আরিফ বিল্লাহ আদিল চৌধুরীকে এমডির চলতি দায়িত্ব দেওয়া হয়। বিভিন্ন প্রক্রিয়া শেষে গত বছরের নভেম্বরে তিনি পূর্ণাঙ্গ এমডি হিসেবে তিন বছরের জন্য নিয়োগ পান।
এর আগে ২০২০ সালের আগস্টে উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ব্যাংক এশিয়ায় যোগ দেন তিনি। এরপর তিনি অতিরিক্ত এমডি হিসেবে পদোন্নতি পান। ১৯৯৯ সালে আমেরিকান এক্সপ্রেস ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।