কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ আগস্ট ২০২৩ | ১৮:০০
মার্কেন্টাইল ব্যাংক বিশেষ সিএসআর ফান্ডের আওতায় ফেনীর সিন্দুরপুরে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে।
সম্প্রতি মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও হাসনে আলম পাঁচজন কৃষকের কাছে পাঁচটি পাওয়ার টিলার হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিন্দুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর নবী। এ সময় মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী রিজিওনাল হেড ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান মোহাম্মদ সফরুজ্জামান খান প্রমুখ উপস্থিত ছিলেন।