বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে মার্কেন্টাইল ব্যাংকে শোকসভা

--
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৩ | ১৮:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে বুধবার মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে পরিচালনা পর্ষদের বৈঠকে শোকসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম।
স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। আলোচনায় অংশ নেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এএসএম ফিরোজ আলম ও মো. আনোয়ারুল হক, নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন প্রমুখ।
- বিষয় :
- মার্কেন্টাইল ব্যাংক
- জাতীয় শোক দিবস
- শোকসভা