ঋণপ্রবাহ বাড়াতে পদক্ষেপের তাগিদ ঢাকা চেম্বারের

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ | ১৮:০০
বেসরকারি খাতে ঋণপ্রবাহে প্রবৃদ্ধি আগের চেয়ে কমে গেছে, যা বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। ঋণপ্রবাহ বাড়াতে দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়েছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি– ডিসিসিআই। গতকাল ঢাকা চেম্বার এ বিষয়ে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছে।
অর্থবছরের প্রথমার্ধে সরকারি খাতের ঋণ লক্ষ্যমাত্রা ছিল ৪৩ শতাংশ এবং বেসরকারি খাতে ঋণ ১০ দশমিক ৯ শতাংশ। উভয় খাতের মধ্যকার এই ব্যবধান বেসরকারি খাতে কম ঋণপ্রবাহের অন্যতম কারণ। মূল্যস্ফীতি এবং সংকোচনমূলক মুদ্রানীতি, ক্রমবর্ধমান সরকারি উন্নয়ন ব্যয় মেটাতে আর্থিক খাত থেকে ঋণ গ্রহণ বেসরকারি খাতের বিনিয়োগ কাঙ্ক্ষিত মাত্রায় পরিলক্ষিত হয়নি। এছাড়াও, বৈদেশিক মুদ্রা বাজারের ওপর অতিরিক্ত চাপ এক্ষেত্রে কিছুটা প্রভাব ফেলেছে।
- বিষয় :
- ঋণপ্রবাহ
- ঢাকা চেম্বার