ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এনভয় টেক্সটাইলসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

এনভয় টেক্সটাইলসের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩ | ১২:৩৮ | আপডেট: ২৪ আগস্ট ২০২৩ | ১২:৩৮

এনভয় টেক্সটাইলস লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের অংশগ্রহণে ভার্চুয়ালি এই সভা অনুষ্ঠিত হয়। 

সভায় অংশ নেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নির্দেশে গঠিত পরিচালনা পর্ষদের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী, এনভয় টেক্সটাইলসের প্রতিষ্ঠাতা ও ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ, স্বতন্ত্র পরিচালক এবং নমিনেশন অ্যান্ড রেমুনেরেশন কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. শফিকুর রহমান, স্বতন্ত্র পরিচালক এবং অডিট কমিটির চেয়ারম্যান ফখরুদ্দিন আহমেদ, এফসিএমএ, এফসিএ, পরিচালক আব্দুস সালাম মুর্শেদী, রাশিদা আহমেদ, শারমিন সালাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার শেহরিন সালাম ঐশী এবং কোম্পানি সেক্রেটারি সাইফুল ইসলাম চৌধুরী। 

সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পূর্বে ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ কোম্পানির সামগ্রিক অবস্থার সারসংক্ষেপ উপস্থাপন করেন এবং সাধারণ সভা বিলম্বে অনুষ্ঠিত হওয়ার কারণ ব্যাখ্যা করেন। সভায় সাধারণ এজেন্ডার পাশাপাশি কোম্পানির অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৪৭৫ কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব বিশেষ সিদ্ধান্ত হিসেবে অনুমোদিত হয়। এছাড়া দুটি শূন্য পরিচালক পদে নতুন দুজন পরিচালক নির্বাচিত হন।

আরও পড়ুন

×