পেঁয়াজের দাম বাড়ার আশঙ্কা

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০১৯ | ০৩:০০ | আপডেট: ২২ অক্টোবর ২০১৯ | ০৩:১৪
ভারত সরকার পেঁয়াজ
রপ্তানি বন্ধ করে দেওয়ার আগে রপ্তানির অনুমোদন পাওয়া পেঁয়াজের যেসব চালান সীমান্তে আটকা পড়েছিল, সেগুলোর স্টক শেষের পথে।
২৯ সেপ্টেম্বরের আগে রপ্তানি আদেশ পাওয়া যেসব পেঁয়াজভর্তি ট্রাক ভারতের মোহদীপুর স্থলবন্দরে আটকে ছিল সেগুলো মঙ্গলবার ও বুধবারের মধ্যে আসা শেষ হয়ে যাবে। এতে করে দেশিয় পেঁয়াজ ওঠার আগ পর্যন্ত আর পেঁয়াজের দাম কমার সম্ভাবনা কম বলে অভিমত ব্যবসায়ীদের।
ভারতের নিষেধাজ্ঞার
আগে সোনামসজিদ স্থল বন্দর দিয়ে প্রতিদিন গড়ে ২ শতাধিক ট্রাক এলেও নিষেধাজ্ঞার কারণে
তা বন্ধ হয়ে যায়। তবে ২৯ সেপ্টেম্বরের আগে যেসব পেঁয়াজের রপ্তানি আদেশ ছিল সেগুলোর
মধ্যে আর মাত্র ২১টি পেঁয়াজের ট্রাক ভারতের মোহদীপুর বন্দরে আটকে আছে। এর মধ্যে মঙ্গলবার দুপুর পর্যন্ত ৫টি ট্রাক বাংলাদেশে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে প্রবেশ করেছে। বাকি ১৬টি ট্রাক ২৮ অক্টোবরের মধ্যে প্রবেশ করলেই
এ বন্দর দিয়ে পেঁয়াজ আসা বন্ধ হয়ে যাবে।
পানামার পোর্টের ম্যানেজার মইনুল ইসলাম সোমবার জানান, গত ৭ দিনে রপ্তানি নিষেধাজ্ঞার আগে বাংলাদেশি ব্যবসায়ীদের অর্ডার দেওয়া ১৬৭টি পেঁয়াজভর্তি ট্রাক ভারতের মোহদীপুর স্থলবন্দর থেকে সোনামসজিদ স্থলবন্দরে প্রবেশ করেছে।
এর মধ্যে রোববার
মোহদীপুর স্থলবন্দর থেকে ২৩টি, সোমবার ৩১টি, মঙ্গলবার ২৯টি ও বুধবার ৩০টি, বৃহস্পতিবার
২৫টি ও শনিবার ২৫টি ও রোববার ৪টি ভারতীয় পেঁয়াজের ট্রাক সোনামসজিদ বন্দরে প্রবেশ করেছে।
এছাড়াও সোমবার ৯টি এবং মঙ্গলবার দুপুর ২টা পর্যন্ত ৫টি পেঁয়াজের ট্রাক বন্দরে এসেছে
বলে জানান তিনি।
এদিকে চাহিদামত
পেঁয়াজ না আসায় সোনামসজিদ বন্দর সংলগ্ন এলাকার স্থানীয় বাজারে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে
প্রতি কেজি ৯০-১০০ টাকা করে। যদি এ বন্দর দিয়ে পুরোপুরি পেঁয়াজ আমদানী বন্ধ হয়ে যায়,
তবে এ পণ্যটির দাম আরও বৃদ্ধিরও আশংকা করা হচ্ছে।
অন্যদিকে সোনামসজিদ
সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মোস্তাক জানান, শর্তানুয়ায়ী
ভারত থেকে আর মাত্র ১৬টি পেঁয়াজের ট্রাক বাংলাদেশে আসবে। এরপর পেঁয়াজ আমদানী বন্ধ
হয়ে গেলে বাজারে এর প্রভাব পড়বে। তবে দেশের বাজারে পেঁয়াজ উঠে গেলে আবার ভারত সরকারও
বাংলাদেশে পেঁয়াজ রপ্তানীর নিষেধাজ্ঞা তুলে নিতে পারে।
অপরদিকে মোহদীপুর স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার এ্যাসোশিয়েশনের ভুপতি মন্ডল জানান ২৯ সেপ্টেম্বরের পেঁয়াজ রপ্তানীর ক্ষেত্রে নিষেধাজ্ঞার পূর্বে যে সমস্ত এল.সি করা পেঁয়াজ মোহদীপুরে আটকা পড়েছিল তা পর্যায়ক্রমে ২৮ অক্টোবরের মধ্যে রপ্তানী করা হচ্ছে।