ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বিএসটিআইতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

বিএসটিআইতে এতিমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৩ | ১৮:০০

জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে প্রতিবন্ধী ও এতিমদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআইর প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানের মহাপরিচালক মো. আবদুস সাত্তারের নেতৃত্বে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ ছাড়া বিএসটিআই প্রাঙ্গণে মসজিদের নির্মাণকাজের উদ্বোধন এবং পিএইচপি কোরআনের আলোর সেরা পাঁচজন হাফেজকে বিশেষ সম্মাননা ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×