ঢাকা বুধবার, ০২ জুলাই ২০২৫

সরকারি কর্মচারীদের বীমার আওতায় আনতে আসছে নতুন কোম্পানি

সরকারি কর্মচারীদের বীমার আওতায় আনতে আসছে নতুন কোম্পানি

প্রতীকী ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৩ | ১৫:৫১ | আপডেট: ৩০ আগস্ট ২০২৩ | ১৫:৫১

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বীমার আওতায় আনা সরকারের অনেক আগের পরিকল্পনা। জাতীয় বাজেট প্রস্তাবেও অর্থমন্ত্রী এ বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন। রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা কর্পোরেশন থাকার পরও ওই পরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মালিকানায় একটি পৃথক বীমা কোম্পানি গঠনে সম্মতি দিয়েছে সরকার।

কীভাবে বীমা কোম্পানিটি গঠন ও পরিচালিত হবে, সে বিষয় নির্ধারণে পরামর্শক নিয়োগ এবং তার কার্যপরিধি নির্ধারণে সংশ্লিষ্টদের মতামত চেয়ে গত ২৭ আগস্ট বিজ্ঞপ্তি দিয়েছে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অসামরিক সরকারি কর্মচারী, কল্যাণ বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মচারীর সংখ্যা প্রায় ১৯ লাখ। পরিবারের সদস্য মিলে এই সংখ্যা প্রায় এক কোটি। বিশাল জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উন্নত বিশ্বের মতো জীবন বীমা চালু করতে বোর্ডের ৩৫তম সভায় একটি স্বতন্ত্র বীমা কোম্পানি গঠনের প্রস্তাব নীতিগতভাবে অনুমোদিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোর্ডের ওই সভায় বীমা কোম্পানি গঠনের লক্ষে বীমায় বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

এর আগে গত ফেব্রুয়ারি কল্যাণ বোর্ডের সভায় এ বিষয়ে আলোচনা হয়। এরপর ৩ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মালিকানায় বীমা কোম্পানি গঠনের প্রস্তাব দেয়। সর্বশেষ গত ২৭ আগস্ট অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগও জাতীয় সঞ্চয় অধিদপ্তর, এনবিআর, ট্যাকসেস আপীলাত ট্রাইব্যুনাল এবং কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাটের আপীলাত ট্রাইব্যুনালের মতামত চেয়ে চিঠি দেয়। 

অবশ্য সরকারের ইচ্ছা ছিল, রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা কোম্পানির অধীনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বীমার আওতায় আনা। গত মেয়াদের পর চলতি মেয়াদে দায়িত্ব গ্রহণের প্রথম বছরও এ নিয়ে প্রতিশ্রুতি ছিল সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীর। সরকারের চলতি মেয়াদে ২০১৯-২০ অর্থবছরের বাজেট প্রস্তাবের লিখিত বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, বিদ্যমান ব্যবস্থার সংস্কার করে রাষ্ট্রীয় মালিকানাধীন জীবন বীমা কর্পোরেশনের সহযোগিতায় ‘গ্রুপ ইন্স্যুরেন্স’ নামে একটি সমন্বিত বীমা ব্যবস্থা করা হবে।

এদকে বেসরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মালিকানায় বীমা কোম্পানি গঠিত হলে এই বোর্ডের অধীনে এটাই হবে এ ধরনের প্রথম আর্থিক প্রতিষ্ঠান। দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সামরিক বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণ বোর্ডের মালিকানায় আগেই ব্যাংক ও বীমা কোম্পানি প্রতিষ্ঠা হয়েছে।

আরও পড়ুন

×