বিনিয়োগে ‘কর ছাড়’ চান যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

সচিবালয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠক। ছবি: সংগ্রহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৩ | ১১:২৫ | আপডেট: ৩১ আগস্ট ২০২৩ | ১১:২৫
কৃষি, বিদ্যুৎ, গ্যাস ও মোটরগাড়ি খাতে বাংলাদেশে বিনিয়োগে ‘কর ছাড়’ চেয়েছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সচিবালয়ে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা কোন কোন খাতে বিনিয়োগ করতে চান, সেই প্রশ্নে মন্ত্রী বলেন, তারা সবক্ষেত্রে বিনিয়োগ করতে চান। কৃষি, বিদ্যুৎ, গ্যাস ও মোটরগাড়ি খাতে তারা বিনিয়োগ করতে চান। যারা এসেছেন, তারা বিভিন্ন শিল্প ও বিনিয়োগ খাত থেকে এসেছেন। তাদের কেউ ইলেকট্রনিক্স, কেউ বিদ্যুৎ খাত এবং কেউ বিমা খাতে কাজ করেন।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বিজনেস কাউন্সিলের সবাই চাচ্ছেন বাংলাদেশে কী করে তাদের ব্যবসা আরও সম্প্রসারিত করা যায়। তাদের বলা হয়েছে এ দেশে বিদেশি বিনিয়োগ, যে কোনো খাতেই আসুক না কেন, কোনটা ব্যর্থ হয় না। বাংলাদেশ নজিরবিহীন সুযোগের দেশ। এখানে বিনিয়োগ করে কখনো লোকসান করবেন না। লোকসানের কোনো সুযোগ নেই।
মার্কিন ব্যবসায়ী প্রতিনিধিরা নাকি ১২ বছর ট্যাক্স হলিডে চেয়েছেন- এমন প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা এভাবে আইন না করে দিয়ে একেক খাতের জন্য একেক রকম ট্যাক্স হলিডের বিয়ষটি তুলে ধরেছি। মেড ইন বাংলাদেশ— এই ধারণাটা তারা যদি সম্প্রসারিত করেন, তাহলে বাংলাদেশের উন্নতি হবে, যারা বিনিয়োগ করবেন, তাদেরও ভালো হবে। এখন আমরা, এই ধারণাটার মধ্য দিয়ে আমরা চাই দেশে দ্রুত কর্মসংস্থান খাতে উন্নয়ন হোক।’
দেশে সব কিছুর দাম বেড়ে গেছে। মূল্যস্ফীতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘যখন আমরা দায়িত্বভার গ্রহণ করি, তখন কত ছিল মূল্যস্ফীতি, ১২ দশমিক ৩ শতাংশ। সেখান থেকে একবার আমাদের ৯ শতাংশ হয়েছে। তবে বিশ্বব্যাপী এই দূরাবস্থার মধ্যেও মূল্যস্ফীতি ১২ দশমিক ৩ শতাংশ থেকে গড়ে ৭ দশমিক ৫ শতাংশের মধ্যে থাকাটা খারাপ নয়।’
অর্থমন্ত্রী আরও বলেন, জিনিসপত্রের দাম বাড়ে। কারণ ইউক্রেন যুদ্ধ যে শুরু হয়েছে, সেটা কবে শেষ হবে কেউ জানে না। এই অনিশ্চয়তার মধ্যে কতদিন আপনি অর্থনীতি হিসাব মতো, সময় মতো চালাবেন। তারপরও অনেক ভালো চলছে।