খুলনার দামোদরে ৩৩/১১ কেভি এআইএস টাইপ সাবস্টেশন উদ্বোধন

--
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
সম্প্রতি ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নূরুল আলম খুলনার দামোদরে (ফুলতলা) ৩৩/১১ কেভি এআইএস টাইপ সাবস্টেশন উদ্বোধন করেন।
ওয়েস্টজোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্পের আওতায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সাবস্টেশনে আধুনিক প্রযুক্তির অটোমেশন সিস্টেম রয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে ওজোপাডিকোর পরিচালনা পর্ষদের সদস্যরাসহ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম মহিউদ্দিন।