ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

খুলনার দামোদরে ৩৩/১১ কেভি এআইএস টাইপ সাবস্টেশন উদ্বোধন

খুলনার দামোদরে ৩৩/১১ কেভি এআইএস টাইপ সাবস্টেশন উদ্বোধন

--

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

সম্প্রতি ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. নূরুল আলম খুলনার দামোদরে (ফুলতলা) ৩৩/১১ কেভি এআইএস টাইপ সাবস্টেশন উদ্বোধন করেন।

ওয়েস্টজোন এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সম্প্রসারণ ও আপগ্রেডেশন প্রকল্পের আওতায় প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সাবস্টেশনে আধুনিক প্রযুক্তির অটোমেশন সিস্টেম রয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে ওজোপাডিকোর পরিচালনা পর্ষদের সদস্যরাসহ উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এএইচএম মহিউদ্দিন।


আরও পড়ুন

×