শেয়ার বাজার
ডিএসইর লেনদেনের ৪২% বীমা খাতে

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
ঘুরেফিরে আবারও লেনদেনে প্রাধান্য বিস্তার করেছে বীমা খাত। মঙ্গলবার দেশের প্রধান শেয়ারবাজার ডিএসইতে ২৯৮ কোম্পানির ৫২২ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এর মধ্যে বীমা খাতের ৫৪ কোম্পানির ২১৮ কোটি ৫৭ লাখ টাকার লেনদেন হয়েছে, যা মোটের ৪১ দশমিক ৮০ শতাংশ।
বাজারসংশ্লিষ্টরা জানান, ফ্লোর প্রাইসের কারণে অধিকাংশ কোম্পানির শেয়ার লেনদেন সীমিত হয়ে পড়ার পর সাম্প্রতিক সময়ে প্রায়ই সার্বিক লেনদেনের বড় অংশ জুড়ে থাকছে বীমা খাত। নানা ইস্যু ও গুজবে এ খাতের শেয়ারদরে তুলনামূলক উত্থান-পতন বেশি হচ্ছে। বীমার দর ও লেনদেন কমলে কখনও প্রকৌশল, কখনও ওষুধ এবং রসায়ন খাতে বেশি লেনদেন হয়েছে।
পর্যালোচনায় দেখা গেছে, চলতি সেপ্টেম্বরের প্রথম কার্যদিবস থেকে বীমা খাত লেনদেনের শীর্ষস্থান দখল করেছে। এরপর গত কয়েক দিনে শেয়ার লেনদেন বেড়েছে। অবশ্য অন্য কয়েকটি খাতের লেনদেন তলানিতে।
লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, লেনদেন বৃদ্ধির কারণ কিছুদিন ধরে বীমার শেয়ারদর বাড়ছে। বিশেষত ৩ সেপ্টেম্বর থেকে এ ধারা দেখা যাচ্ছে। মাত্র দুই সপ্তাহে অন্তত পাঁচ কোম্পানির শেয়ারদর ২০ থেকে ৪৪ শতাংশ পর্যন্ত বেড়েছে। সর্বাধিক ৪৪ শতাংশ হারে দর বেড়েছে ক্রিস্টাল ও প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের। এ ছাড়া ইস্টার্ন ইন্স্যুরেন্সের দর ৩৫ শতাংশ এবং রূপালী ইন্স্যুরেন্সের দর বেড়েছে ২২ শতাংশ।
পর্যালোচনায় আরও দেখা গেছে, চলতি সেপ্টেম্বরের মাত্র সাত কার্যদিবসে সাধারণ বীমা খাতের শেয়ারদর গড়ে সোয়া ১১ শতাংশ বেড়েছে। তবে জীবন বীমা খাতের ১৫ কোম্পানির গড় শেয়ারদর বেড়েছে ১ শতাংশ।
সার্বিক হিসাবে গতকাল ডিএসইতে ১১৮ কোম্পানির দর বেড়েছে। বিপরীতে দর হারিয়েছে ২৯টি এবং দর অপরিবর্তিত ছিল ১৫১টির। ক্রেতার অভাবে ৯৪ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের কোনো লেনদেন হয়নি। ফ্লোর প্রাইসের ওপর থাকা বেশির ভাগ শেয়ারের দর বৃদ্ধি পাওয়ায় প্রধান মূল্য সূচক ডিএসইএক্স পৌনে ১৭ পয়েন্ট বেড়ে ৬৩০০ পয়েন্টে উঠেছে।
- বিষয় :
- বীমা খাত
- শেয়ারবাজার
- ডিএসই