ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

রপ্তানি বাণিজ্যেও ভূমিকা রাখছে পাট খাত: গোলাম দস্তগীর গাজী

রপ্তানি বাণিজ্যেও ভূমিকা রাখছে পাট খাত: গোলাম দস্তগীর গাজী

--

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেছেন, পাট খাত দেশে নারী ক্ষমতায়ন ও গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি রপ্তানি বাণিজ্যেও ভূমিকা রাখছে।

মঙ্গলবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে কোর দি জুট ওয়ার্কসের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে তিনি একথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্যাথলিক বিশপ সম্মিলনীর প্রেসিডেন্ট আর্চ বিশপ বিজয় এন ডি ক্রুজ, ঢাকা মহাধর্মাপ্রদেশের অবসরপ্রাপ্ত আর্চ বিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও, কারিতাস বাংলাদেশের প্রেসিডেন্ট বিশপ জেমস রমেন বৈরাগী, ইপিবির মহাপরিচালক মাহবুবুর রহমান, কোর দি জুট ওয়ার্কসের আজীবন সদস্য সিস্টার মেরি লিলিয়ান প্রমুখ।

আরও পড়ুন

×