ভাসানচরে ওমেরার এলপিজির বিক্রয়কেন্দ্র

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৩ | ১৮:০০
ভাসানচরে এলপিজি সরবরাহ এবং বিক্রয়কেন্দ্র স্থাপন করেছে ওমেরা পেট্রোলিয়াম। এর মাধ্যমে এ চরে স্থানান্তরিত রোহিঙ্গা শরণার্থীসহ চরবাসীর জীবনমান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
গত সোমবার সরবরাহ এবং বিক্রয়কেন্দ্রটির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত শরণার্থী প্রত্যাবাসন কমিশনার মো. মাহফুজার রহমান।
উপস্থিত ছিলেন বাংলাদেশ নেভির এক্সিকিউটিভ অফিসার লেফটেন্যান্ট সাজ্জাদ, ক্যাম্প ইনচার্জ মো. তরিকুল ইসলাম, ওমেরা পেট্রোলিয়ামের বিক্রয় বিভাগের প্রধান মো. আল মামুন খান প্রমুখ।