ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিজিএপিএমইএর নির্বাচনে লড়তে একাংশের সক্রিয় সদস্য ফোরাম গঠন

বিজিএপিএমইএর নির্বাচনে লড়তে একাংশের সক্রিয় সদস্য ফোরাম গঠন

বিজিএপিএমইএ’র লোগো

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ০৬:২৮ | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩ | ০৭:৩২

দেশের তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানামালিকদের সংগঠন বিজিএপিএমইএতে নির্বাচনের মাধ্যমে পরিচালনা বোর্ড গঠন করার দাবি জোরালো হচ্ছে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পরিচালনা কমিটি গঠন করার জন্য সত্রিক্রয় সদস্য ফোরাম নামে একটি প্যানেল গঠন করেছে সংগঠনটির সাবেক কয়েকজন সহসভাপতি ও পরিচালক। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে এক মুক্ত আলোচনা শীর্ষক অনুষ্ঠানের মাধ্যমে ফোরামের যাত্রা শুরু হয়েছে। তবে এখনও ফোরামটির প্যানেল লিডার ঘোষণা করা হয়নি। 

ফোরামের প্রথম মুক্ত আলোচনায় সংগঠনটির সক্রিয় এবং বেশ প্রভাবশালী কয়েকজন সদস্য অংশ নিয়েছেন। বিজিএপিএমইএর সদস্য ও মাওলা প্রিন্টার্সের ব্যবস্থাপনা পরিচালক আফজাল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক প্রথম সহসভাপতি মোহাম্মদ বেলাল, সগঠনটির সাবেক সহসভাপতি জহির উদ্দিন আলমগীর, বীর মুক্তিযোদ্ধা এ কে এম মোস্তফা সেলিম, মনির উদ্দিন আহমেদ ও পরিচালক শহিদুল ইসলাম চৌধুরী, এনামুল হক, রফিকুল ইসলাম চৌধুরী, পরিচালক আবদুন নুর, সদস্য জামিল আহমেদ ও পুলক পোড্ডার প্রমুখ।

বিজিএপিএমইএ হলো দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের প্রয়োজনীয় সরঞ্জাম ও মোড়ক পণ্য সরবরাহকারী কারখানামালিকদের সংগঠন। উচ্চ আদালতের নির্দেশে গত ৫ সেপ্টেম্বর সংগঠনটির সভাপতি মোহাম্মদ মোয়াজ্জেম হোসেনকে অপসারণ করা হয়। এরপর ১৪ সেপ্টেম্বর সংগঠনটিতে প্রশাসক নিয়োগ দেয় বাণিজ্য মন্ত্রণালয়। একটি নিরপেক্ষ নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠন করার দাবি উঠছে সংগঠনের সদস্যদের থেকে। 

বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে সংগঠনটিকে শক্তিশালী করে সদস্যদের কল্যাণে ১৩টি লক্ষ্য ও উদ্দেশ্য ঘোষণা করেছে ফোরামের অন্যতম সদস্য ও ব্রিটেনিয়া গার্মেন্ট প্যাকেজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক জামিল আহমেদ।

এ সময় তিনি বলেন, প্যাকেজিং খাতের পিচিয়ে পড়ার বিভিন্ন কারণ তুলে ধরেন। খুব আক্ষেপ প্রকাশ করে জামিল আহমেদ বলেন, ‘তৈরি পোশাকের সিংহভাগ সরঞ্জাম সরবরাহ করে বিজিএপিএমইএ। কিন্তু দূর্ভাগ্যজনকভাবে হলেও সত্য, এ খাতের উদ্যোক্তারা কোনো নগদ প্রণোদনা পাচ্ছেন না। অথচ প্যাকেজিংয়ের খাতের পণ্য নিয়ে পোশাক বানিয়ে রপ্তানিতে নিয়মিত প্রণোদনা পাচ্ছেন তৈরি পোশাক খাতের আরেক সংগঠন বিজিএমইএর সদস্যরা। বিজিএপিএমইএ থেকে সরকারের কাছে যৌক্তিক দাবি তুলে ধরার ব্যর্থতার কারণেই প্রণোদনা থেকে বঞ্চিত হচ্ছেন উদ্যোক্তারা।’

বিজিএপিএমইএর প্রথম সহসভাপতি মোহাম্মদ বেলাল বলেন, ‘উৎপাদন ও রপ্তানিতে নিস্ক্রিয় কিছু লোক আছে যারা এখনও সদস্য রয়ে গেছেন। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সক্রিয়দের নিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা জরুরি।’

সাবেক সহসভাপতি জহির উদ্দিন আলমগীর বলেন, ‘সদস্যদের সমস্যা সমাধানে নিয়মিত রাজস্ব বোর্ডের সঙ্গে সভা করা ও বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের সাথে দেনদরবার করতে হলে শক্তিশালী নেতৃত্ব দরকার।  বলিষ্ঠ নেতৃত্ব না থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জন করা যাবে না। নতুন ও পুরাতনদের সমন্বয়ে আগামী বোর্ড গঠন করা উচিত হবে।’

আরেক সহসভাপতি মোস্তফা সেলিম বলেন, ‘অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করা সম্ভব। সংগঠনটির কর্মকাণ্ডে গতি বাড়াতে নতুন নেতৃত্ব দরকার।’

আরও পড়ুন

×