ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ধানমন্ডি ও উত্তরায় এমটিবির সংস্কারকৃত দুটি প্রিভিলেজ সেন্টার উদ্বোধন

ধানমন্ডি ও উত্তরায় এমটিবির সংস্কারকৃত দুটি প্রিভিলেজ সেন্টার উদ্বোধন

--

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৮:০০

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) সম্প্রতি রিটেইল ফেস্ট ২০২৩ উদযাপনের অংশ হিসেবে গ্রাহকসেবার উৎকর্ষতা বাড়ানের লক্ষ্যে রাজধানীর ধানমন্ডি ও উত্তরায় ব্যাংকের সংস্কারকৃত দুটি প্রিভিলেজ সেন্টারের উদ্বোধন করেছে। এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এমটিবি প্রিভিলেজ সেন্টার দুটির উদ্বোধন করেন। এ সময় এমটিবির উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. শাফকাত হোসেন, হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং আবদুল মান্নান, হেড অব কমিউনিকেশন্স আজম খান, হেড অব রিটেইল সেগমেন্ট ও স্ট্র্যাটেজি তাহসিন তাহের প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×